সড়ক সংস্কার না হওয়ায় সীমাহীন ভোগান্তি, দ্রুত কাজ শেষের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, জুন ২৮, ২০২৫

সড়ক সংস্কার না হওয়ায় সীমাহীন ভোগান্তি, দ্রুত কাজ শেষের দাবিতে মানববন্ধন

জেলা প্রতিনিধি, নড়াইল:

নড়াইলের কালিয়া উপজেলার খাশিয়াল ইউনিয়নে খাশিয়াল বাজার থেকে নড়াগাতী পর্যন্ত প্রায় সাত কিলোমিটার দীর্ঘ সড়কের সংস্কার কাজ দীর্ঘদিনেও শেষ না হওয়ায় মানববন্ধন করেছে এলাকাবাসী।

শনিবার (২৭ জুন) দুপুর ১২টার দিকে খাশিয়াল বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। খাশিয়াল ও পাশের জয়নগর ইউনিয়নের ব্যানারে আয়োজিত মানববন্ধনে শতাধিক স্থানীয় বাসিন্দা অংশ নেন।

বক্তারা বলেন, এ সড়কটি বড়দিয়া বাজার, খাশিয়াল ও নড়াগাতী থানার মধ্যকার গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। প্রায় আড়াই বছর আগে সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও কাজ অসম্পূর্ণ রেখে এক বছর আগে সরে যায় ঠিকাদার প্রতিষ্ঠান। এরপর থেকে সড়কটি আর সংস্কার হয়নি।

বর্তমানে রাস্তার বড় অংশজুড়ে রয়েছে গর্ত, কাদা ও জলাবদ্ধতা। ফলে চলাচলে নাভিশ্বাস উঠেছে এলাকার সাধারণ মানুষের। প্রতিদিন স্কুলশিক্ষার্থী, রোগী, কৃষকসহ হাজারো মানুষ এই পথে যাতায়াত করলেও রাস্তাটির বেহাল অবস্থার কারণে যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

মানববন্ধনে বক্তব্য দেন খাশিয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বি এম বরকত উল্লাহ, খাশিয়াল আদর্শ সম্মিলনী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মফিজুর রহমান, সাবেক ইউপি সদস্য জাফর মোল্যা ও কাবির বিশ্বাস, উদীচীর বড়দিয়া শাখার সাধারণ সম্পাদক প্রবীর রায়, স্থানীয় বাসিন্দা সিরাজুল ইসলাম শিমুল, সরদার আব্দুল করিম ও ওবায়দুর খন্দকার।

চেয়ারম্যান বি এম বরকত উল্লাহ বলেন, “আড়াই বছরেও রাস্তার কাজ শেষ হলো না। কয়েকদিন আগেই দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। প্রতিদিন ইজিবাইক ও ভ্যান উল্টে যাচ্ছে। জনগণের কষ্ট আর সহ্য হচ্ছে না। অবিলম্বে কাজ শুরু না হলে সওজ কার্যালয় ঘেরাও করতে আমরা বাধ্য হব।”

এ বিষয়ে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নজরুল ইসলাম জানান, ২০২২ সালে ‘ইউনূস এন্ড ব্রাদার্স’ নামে একটি প্রতিষ্ঠানকে কাজটি দেওয়া হলেও তারা কাজ অসমাপ্ত রেখে সরে যায়। এজন্য কার্যাদেশ বাতিল করে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে। এখন নতুন ঠিকাদার নিয়োগের প্রক্রিয়া চলছে। এক মাসের মধ্যে কাজের অনুমোদন দেওয়া হবে বলে জানান তিনি।