ইসলামী আন্দোলনের মহাসমাবেশ থেকে ১৬ দফা দাবি ঘোষণা

প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, জুন ২৮, ২০২৫

ইসলামী আন্দোলনের মহাসমাবেশ থেকে ১৬ দফা দাবি ঘোষণা

সোহরাওয়ার্দী উদ্যান থেকে প্রতিবাদী জনসমুদ্রের ডাক

বিডি সময় ডেস্ক রিপোর্ট:

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ থেকে রাজনৈতিক সংস্কার, সুশাসন ও ন্যায্য নির্বাচনের দাবিতে ১৬ দফা দাবি উত্থাপন করা হয়েছে। শনিবার (২৮ জুন) সকাল ১০টায় কোরআন তিলাওয়াতের মাধ্যমে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়।

দুপুরের দিকে দলটির মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান উপস্থিত হাজারো সমর্থকের সামনে ১৬ দফা দাবিনামা পাঠ করেন। ঘোষণাপত্রে এই মহাসমাবেশকে “জুলাই গণঅভ্যুত্থানের বর্ধিত অংশ” এবং “আগামীর বাংলাদেশ গঠনের গৌরবময় মাইলফলক” হিসেবে বর্ণনা করা হয়।

ঘোষিত ১৬ দফা দাবিসমূহ:

১. সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন।
২. সংসদের উভয় কক্ষে পিআর (সংখ্যানুপাতিক) পদ্ধতিতে নির্বাচন।
৩. জুলাই সনদের ঘোষণা বাস্তবায়ন ও শোষণমুক্ত রাষ্ট্র গঠনে ঐকমত্য।
৪. স্বৈরাচার ও দলীয় কর্তৃত্ব রোধে মৌলিক রাষ্ট্র সংস্কার।
৫. প্রশাসনকে দলীয় প্রভাবমুক্ত করে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।
৬. ফ্যাসিবাদের বিচার ও পালাতক অপরাধীদের ফিরিয়ে আনার উদ্যোগ।
৭. পাচারকৃত অর্থ ফেরতের জন্য দৃশ্যমান পদক্ষেপ।
৮. সন্ত্রাস ও খুনোখুনির বিরুদ্ধে প্রশাসনের সক্রিয় পদক্ষেপ।
৯. ভারতের সঙ্গে সব চুক্তি প্রকাশ ও দেশবিরোধী চুক্তির বাতিল।
১০. জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন ও তত্ত্বাবধায়ক সরকারের বিধান।
১১. দুর্নীতিবাজ, ঋণখেলাপি ও সন্ত্রাসীদের নির্বাচনে অযোগ্য ঘোষণা।
১২. তফসিল ঘোষণার আগে গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ নিশ্চিত।
১৩. রাজনৈতিক হয়রানি ও মিথ্যা মামলা প্রত্যাহার।
১৪. ইসলাম ও স্বাধীনতা বিরোধী কর্মকাণ্ডের দ্রুত প্রতিকার।
১৫. জাতীয় ঐক্য গড়ে তুলে দুর্নীতিবাজদের প্রতিহত।
১৬. রাষ্ট্রের সর্বস্তরে ইসলামী আদর্শ বাস্তবায়নের আহ্বান।

সময়ের দাবি বাস্তবায়নের তাগিদ

সমাবেশে বক্তারা বলেন, “দেশের স্বাধীনতা ও জনগণের মৌলিক অধিকার রক্ষায় এই ঘোষণাপত্র বাস্তবায়ন সময়ের দাবি। ইসলাম ও দেশের স্বার্থবিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় এই ১৬ দফা হচ্ছে আমাদের রূপরেখা।”

সমাবেশে দেশের বিভিন্ন জেলা থেকে আগত হাজারো নেতাকর্মীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আয়োজন ঘিরে রাজধানীতে ছিল বাড়তি নিরাপত্তাব্যবস্থা।