‘এক দল খেয়ে গেছে, আরেক দল খাওয়ার জন্য মুখিয়ে’ — চরমোনাইপন্থী নেতার মন্তব্য

প্রকাশিত: ২:৫৫ অপরাহ্ণ, জুন ২৮, ২০২৫

‘এক দল খেয়ে গেছে, আরেক দল খাওয়ার জন্য মুখিয়ে’ — চরমোনাইপন্থী নেতার মন্তব্য

বিডি সময় ডেস্ক রিপোর্ট:

‘এক দল খেয়ে গেছে, আরেক দল খাওয়ার জন্য মুখিয়ে আছে’ — এমন মন্তব্য করে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির তীব্র সমালোচনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের অঙ্গ সংগঠন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মুফতি রেজাউল করীম আবরার।

শনিবার (২৮ জুন) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে তিনি এ মন্তব্য করেন।

রেজাউল করীম আবরার বলেন, “আমরা আর কোনো টেন্ডারবাজ, চাঁদাবাজ ও ভোট চোরকে ক্ষমতায় দেখতে চাই না। আমরা সবাইকে দেখে ফেলেছি, কেউ মানুষের মুক্তি দিতে পারেনি। এবার আমরা পীর চরমোনাইকে দেখতে চাই।”

তিনি আরও বলেন, “এক দল চাঁদাবাজি করে বিতাড়িত হয়েছে, আরেক দল চাঁদাবাজির জন্য প্রস্তুত। এক দল ভারতের তাঁবেদারি করে ক্ষমতা হারিয়েছে, আরেক দল এখন সেই দালালির পথ ধরেছে। পাড়া-মহল্লায় চাঁদাবাজি করে কেউ টিকে থাকতে পারেনি, এবারও পারবে না।”

সমাবেশে ইসলামী আন্দোলনের অন্যান্য কেন্দ্রীয় নেতারাও বক্তব্য রাখেন। তারা বিগত সরকারগুলোর বিরুদ্ধে দুর্নীতি ও লুটপাটের অভিযোগ তুলে বলেন, “কারও লুটপাটের বিচার হয়নি, কেউ দেশেই আছে, কেউ পালিয়ে গেছে। এবার সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামী শক্তিকে বিজয়ী করতে হবে।”

এসময় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ‘সৎ ও আদর্শবান প্রার্থীকে’ বিজয়ী করার আহ্বান জানানো হয়।

সমাবেশে ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর সৈয়দ রেজাউল করিম এখনো মঞ্চে আসেননি। তবে তার হাজারো অনুসারী তার বক্তব্য শুনতে অপেক্ষায় রয়েছেন। সমাবেশস্থলে কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় পর্যায়ের নেতারাও উপস্থিত রয়েছেন।