যশোরের ঝিকরগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত বিডি সময় নিউজ ২৪ বিডি সময় নিউজ ২৪ প্রকাশিত: ১০:০৬ পূর্বাহ্ণ, জুন ২৮, ২০২৫ যশোরের ঝিকরগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে পিকআপ ভ্যানের চাকায় পিষ্ট হয়ে প্রাণ যায় শিহাবের নিজস্ব প্রতিবেদক: যশোরের ঝিকরগাছা উপজেলায় বেনাপোল-যশোর মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম শিহাব সিকদার (২৫)। তিনি নড়াইল সদর উপজেলার দক্ষিণ নড়াইল গ্রামের বাসিন্দা এবং জিল্লুর সিকদারের ছেলে। শুক্রবার (২৭ জুন) দুপুর ১২টার দিকে চারাতলা নবীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, নিহত শিহাব সিকদার মোটরসাইকেলযোগে বেনাপোল থেকে যশোরের দিকে যাচ্ছিলেন। চারাতলা নবীনগর এলাকায় পৌঁছালে তিনি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। এ সময় পেছন থেকে আসা একটি পিকআপ ভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে নাভারণ হাইওয়ে থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. বিচিত্র মল্লিক বলেন, “নিহত শিহাবের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।” এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। SHARES নাগরিক সংবাদ বিষয়: