মোবাইলে গেম খেলা নিয়ে দ্বন্দ্ব, ১২ বছরের শিশুর হাতে ৯ বছরের শিশুর মৃত্যু বিডি সময় নিউজ ২৪ বিডি সময় নিউজ ২৪ প্রকাশিত: ১১:৩৪ অপরাহ্ণ, জুন ২৭, ২০২৫ মোবাইলে গেম খেলা নিয়ে দ্বন্দ্ব, ১২ বছরের শিশুর হাতে ৯ বছরের শিশুর মৃত্যু বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে মোবাইলে গেম খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে ইট দিয়ে মাথায় আঘাত করে ৯ বছর বয়সী এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে আরেক শিশুর বিরুদ্ধে। নিহত মিনহাজ হোসেন আবির বনপাড়া আদিব ইন্টারন্যাশনাল স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র এবং প্রবাসী মিলন হোসেনের একমাত্র সন্তান। বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় উপজেলার বনপাড়া পাটোয়ারী ফিলিং স্টেশন সংলগ্ন একটি নির্মাণাধীন মসলা মিলের পাশে এ হত্যাকাণ্ড ঘটে। শুক্রবার সকালে হত্যার রহস্য উদঘাটন করে ১২ বছর বয়সী হযরত আলীকে গ্রেপ্তার করে পুলিশ। নিহতের পরিবারের বরাতে পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে আবির বাবার স্মার্টফোন ও বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। সন্ধ্যায় খোঁজাখুঁজির একপর্যায়ে মসলা মিলের পাশে রক্তমাখা বাইসাইকেল ও স্যান্ডেলের পাশেই তার লাশ পড়ে থাকতে দেখা যায়। মাথায় ছিল ইটের আঘাতে থেঁতলানো চিহ্ন। পরে তদন্তে নামে পুলিশ এবং অভিযুক্ত হযরত আলীকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হযরত জানায়, মোবাইল গেম খেলাকে কেন্দ্র করে দ্বন্দ্বে সে পাশের ইট তুলে আবিরের মাথায় উপর্যুপরি আঘাত করে। পরে মৃতদেহ গুম করতে ভুট্টা গাছের পালার নিচে লুকিয়ে রেখে মোবাইলটি নিয়ে সে পালিয়ে যায়। হযরতের দেওয়া তথ্য অনুযায়ী তার বাড়ি থেকে মোবাইল ফোনটি উদ্ধার করা হয়। বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শোভন চন্দ্র হোড় জানান, দ্রুততম সময়ের মধ্যে হত্যার রহস্য উদঘাটন এবং অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটিকে শুক্রবার আদালতে পাঠানো হয়। নিহত আবিরের বাবা মিলন হোসেন বলেন, “আমি প্রবাস থেকে ছেলের সঙ্গে সময় কাটাতে ছুটি নিয়ে এসেছিলাম। কিন্তু চোখের সামনে থেকেও সন্তানকে নিরাপদে রাখতে পারলাম না—এ কষ্ট আমি কোথায় রাখি?” এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে। SHARES অপরাধ বিষয়: