গোপালগঞ্জে নিহতদের ময়নাতদন্ত না হওয়া নিয়ে বিতর্ক: ‘আমার স্বামী অপরাধী ছিল না’ বলছেন নিশি বেগম বিডি সময় নিউজ ২৪ বিডি সময় নিউজ ২৪ প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২৫ গোপালগঞ্জে নিহতদের ময়নাতদন্ত না হওয়া নিয়ে বিতর্ক: ‘আমার স্বামী অপরাধী ছিল না’ বলছেন নিশি বেগম নিউজ ডেস্ক : গোপালগঞ্জে সাম্প্রতিক সংঘর্ষে নিহতদের ময়নাতদন্ত না হওয়া নিয়ে শুরু হয়েছে বিতর্ক। নিহত সোহেল মোল্লার স্ত্রী নিশি বেগম অভিযোগ করে বলেন, “আমার স্বামী ব্যবসা করত, কোনো অপরাধ করেনি। তাহলে কেন তাকে গুলি করল?” তিনি আরও দাবি করেন, নিহতদের মরদেহের ময়নাতদন্ত করার সুযোগ দেওয়া হয়নি। এ বিষয়ে গোপালগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবিতেশ বিশ্বাসের ভিন্ন বক্তব্য। তিনি বলেন, “ময়নাতদন্ত না করার কোনো প্রশ্নই ওঠে না। যেটা পুলিশ কেস হয়, সেটা আমরা অবশ্যই করে দেই। কিন্তু নিহতদের পরিবারের সদস্যরাই মরদেহ জোরপূর্বক নিয়ে গেছেন।” পুলিশের ভাষ্য পুলিশের পক্ষ থেকেও এমনটাই বলা হয়েছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দেওয়া পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, “অনুমানিক সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে উচ্ছৃঙ্খল জনতা নিহত চারজনের মরদেহ পোস্টমর্টেম করতে না দিয়ে জেলা হাসপাতাল থেকে জোরপূর্বক নিয়ে যায়।” তবে এ বিষয়ে পুলিশের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে আর কোনো বক্তব্য এখনো দেওয়া হয়নি। ঢাকায় আরও একজনের মৃত্যু এদিকে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় গোপালগঞ্জের ঘটনায় আহত একজন শুক্রবার মারা গেছেন বলে নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক। নিহতের নাম রমজান মুন্সী। তিনি জানান, আরও দুজন গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ময়নাতদন্তের আইনি গুরুত্ব এ ঘটনায় ময়নাতদন্ত না হওয়াকে কেন্দ্র করে শুরু হয়েছে আইনি ও নৈতিক প্রশ্ন। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন, “কার গুলিতে মৃত্যু হলো— পুলিশ না সেনাবাহিনী? সেটা বোঝার জন্য পোস্টমর্টেম ছিল অত্যন্ত জরুরি। পোস্টমর্টেম না হলে অপরাধীর সুনির্দিষ্ট শাস্তি দেওয়া কঠিন হয়ে পড়ে।” তিনি আরও বলেন, “এর আগেও দেখা গেছে, ময়নাতদন্ত না করে অপরাধীদের পার পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। রাজনৈতিক সদিচ্ছা ছাড়া এসব ক্ষেত্রে আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব নয়।” এখন কী হবে? আইনজীবী মনজিল মোরসেদের মতে, এখনো নিহতদের কবর থেকে আদালতের নির্দেশে পোস্টমর্টেম করার সুযোগ রয়েছে, যদি রাষ্ট্র চাই এবং তদন্তে তা প্রয়োজন হয়। গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় নিহতদের বিষয়ে এখনো কোনো সুস্পষ্ট পদক্ষেপের কথা জানায়নি পুলিশ প্রশাসন। নিহতদের পরিবার এবং মানবাধিকারকর্মীরা ময়নাতদন্ত না হওয়াকে বিচারপ্রক্রিয়ার জন্য একটি বড় বাধা হিসেবে দেখছেন। ঘটনার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি এখন দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। (সুত্র বিবিসি বাংলা) SHARES অপরাধ বিষয়: