গোপালগঞ্জে এবার ইউএনওর গাড়িবহরে হামলা বিডি সময় নিউজ ২৪ বিডি সময় নিউজ ২৪ প্রকাশিত: ১:০০ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২৫ গোপালগঞ্জে এবার ইউএনওর গাড়িবহরে হামলা নিউজ ডেস্ক : গোপালগঞ্জে আবারও সহিংসতার ঘটনা ঘটেছে। এবার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িবহরে হামলা চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও নিষ্ক্রিয় ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা। সূত্র জানায়, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’কে কেন্দ্র করে বুধবার (১৬ জুলাই) সকালে সদর উপজেলার গান্ধীয়াশুর এলাকার ঘোনাপাড়া-টেকেরহাট আঞ্চলিক সড়কে গাছ কেটে সড়ক অবরোধ করে ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা। এ সময় পরিস্থিতি পর্যবেক্ষণে গেলে ইউএনওর গাড়িবহর সেখানে পৌঁছালে বিক্ষুব্ধ নেতাকর্মীরা অতর্কিতে হামলা চালায়। ভাঙচুর করা হয় গাড়িবহরের কয়েকটি যানবাহন। এর আগে সকালেই গোপালগঞ্জ সদরের উলপুর এলাকায় পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে অন্তত কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। এদিকে, আজ দুপুরে গোপালগঞ্জ শহরের পৌর পার্কে এনসিপির পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পদযাত্রা কেন্দ্র করে শহরজুড়ে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। তবে একের পর এক হামলার ঘটনায় শহরের পরিস্থিতি থমথমে হয়ে উঠেছে। এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ওসি বলেন, “পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” SHARES অপরাধ বিষয়: