কুকুরের সঙ্গে ধাক্কা, সড়কে ছিটকে পড়ল ৬ কেজি গাঁজা বিডি সময় নিউজ ২৪ বিডি সময় নিউজ ২৪ প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২৫ কুকুরের সঙ্গে ধাক্কা, সড়কে ছিটকে পড়ল ৬ কেজি গাঁজা নিউজ ডেস্ক : গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোটরসাইকেলের সঙ্গে কুকুরের ধাক্কায় ছিটকে পড়ে গেল একটি ব্যাগ। ব্যাগটি খুলে দেখা যায়, ভেতরে ছিল ৬ কেজি গাঁজা। এ ঘটনায় রিপন সরকার (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (১৪ জুলাই) দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলার হাসপাতাল মোড়ে এই ঘটনা ঘটে। আটক রিপন সরকার গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার গঙ্গা নারায়ণপুর সরকার পাড়া গ্রামের আব্দুর রাজ্জাক মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, বগুড়ার দিকে যাওয়ার পথে হাসপাতাল মোড়ে একটি কুকুর হঠাৎ সামনে চলে এলে রিপনের মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এতে তার হাতে থাকা একটি ব্যাগ সড়কে ছিটকে পড়ে যায়। ব্যাগটি থেকে গাঁজার প্যাকেট ছড়িয়ে-ছিটিয়ে যায় রাস্তায়। উপস্থিত লোকজন বিষয়টি দেখে রিপনকে আটকে রেখে থানায় খবর দেন। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাঁজাসহ ব্যাগ ও মোটরসাইকেল জব্দ করে রিপন সরকারকে গ্রেফতার করে। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিপন সরকার স্বীকার করেছেন, তিনি সিরাজগঞ্জের শাহজাদপুরে গাঁজাগুলো পৌঁছে দেওয়ার জন্য যাচ্ছিলেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। SHARES অপরাধ বিষয়: