প্রকাশিত: ১০:২৮ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২৫

নড়াইলে সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওষুধ চুরি: প্রতিবাদে মানববন্ধন

রাশেদ রাসু, নড়াইল থেকে :

নড়াইলের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ চুরিসহ নানা অনিয়মের অভিযোগ তুলে বিক্ষুব্ধ জনতা মানববন্ধন করেছে। রোববার (১৩ জুলাই) দুপুর ১২টায় সাধারণ ভুক্তভোগীদের ব্যানারে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের কিছু কর্মচারী ওষুধ চুরি, স্বজনপ্রীতি এবং দুর্নীতির সঙ্গে সরাসরি জড়িত। সম্প্রতি আউটসোর্সিংয়ের একজন কর্মী ওষুধ চুরি করতে গিয়ে ধরা পড়েছে। এছাড়া সেবাগ্রহীতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় এবং অযোগ্য ব্যক্তিদের নিয়োগ দেওয়ার অভিযোগও উঠে এসেছে।

উল্লেখযোগ্য অভিযোগ:

আউটসোর্সিংয়ের মাধ্যমে জনপ্রতি ২ লাখ টাকার বিনিময়ে ৮ জন অদক্ষ কর্মী নিয়োগ

রোগীদের সিজারসহ বিভিন্ন সেবার জন্য বাড়তি টাকা দাবি

ওষুধের টেন্ডার দীর্ঘদিন না হওয়া এবং চুরি

স্থানীয় বিএনপি নেতৃবৃন্দসহ মানববন্ধনে অংশ নেওয়া ইমরান হোসেন অভিযোগ করেন, তার স্ত্রীর অস্ত্রোপচারের সময় কর্মচারীরা অতিরিক্ত দুই হাজার টাকা দাবি করে, যা না দেওয়ায় দুর্ব্যবহার করা হয়।

কালিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শোয়াইব বলেন, তিনি সম্প্রতি দায়িত্ব নিয়েছেন এবং পূর্ববর্তী শূন্যপদের কারণে প্রশাসনিক কার্যক্রম বিঘ্নিত হয়েছিল। বর্তমানে ওষুধ সরবরাহ পর্যাপ্ত এবং চুরির ঘটনায় তদন্ত হবে বলে আশ্বাস দেন তিনি।

অন্যদিকে জেলা সিভিল সার্জন ডা. মো. আবদুর রশিদ বলেন, আউটসোর্সিংয়ের নিয়োগ হয় ঠিকাদারের মাধ্যমে। কোনো আর্থিক লেনদেনের তথ্য প্রমাণ পেলে সংশ্লিষ্ট ঠিকাদারের কার্যাদেশ বাতিল করা হবে।

বক্তারা অনিয়মকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান এবং বলেন, দাবি না মানা হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।