৯ টাকার ওষুধ ৮০ টাকায়, সাহ মেডিকেল হলের বিরুদ্ধে ব্যবস্থা

প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২৫

৯ টাকার ওষুধ ৮০ টাকায়, সাহ মেডিকেল হলের বিরুদ্ধে ব্যবস্থা

নিউজ ডেস্ক :

কুমিল্লা নগরীর রাজগঞ্জ বাজারে মাত্র ৯ টাকার ওষুধ ৮০ টাকায় বিক্রির অভিযোগে সাহ মেডিকেল হল নামে একটি ওষুধ বিক্রয় প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১৩ জুলাই) সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের কুমিল্লা অঞ্চলের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সূত্রে জানা যায়, সাহ মেডিকেল হলের বিক্রেতারা নির্ধারিত খুচরা মূল্য (MRP) উপেক্ষা করে একাধিক ওষুধ অতিরিক্ত দামে বিক্রি করছিল। এর মধ্যে একটি ৯ টাকার ওষুধ ৮০ টাকায় বিক্রি করা হয়। এমন কর্মকাণ্ড ভোক্তার সঙ্গে সরাসরি প্রতারণার শামিল বলে মন্তব্য করেন অভিযান পরিচালনাকারীরা।

অভিযানে আরও অংশগ্রহণ করেন কুমিল্লা জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আবুল কালাম আজাদ, অফিস সহকারী ফরিদা ইয়াসমিন এবং কুমিল্লা জেলা পুলিশের একটি টিম।

সহকারী পরিচালক কাউছার মিয়া বলেন, “ভোক্তার সঙ্গে এমন প্রতারণা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে। ভোক্তাদের অধিকার রক্ষায় নিয়মিতভাবে বাজার তদারকি করা হবে।”

তিনি আরও জানান, এ ধরনের অনিয়ম বন্ধে ব্যবসায়ীদের সতর্ক থাকতে হবে এবং নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করা থেকে বিরত থাকতে হবে।