৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ বাতিল করল সরকার
নিজস্ব প্রতিবেদক |
সরকার ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত বাতিল করেছে। দেশব্যাপী ব্যাপক সমালোচনার মুখে পড়ে অবশেষে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
রোববার (২৯ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ৮ আগস্ট কোনো দিবস পালিত হচ্ছে না। পরিবর্তে ৫ আগস্ট ‘গণঅভ্যুত্থান দিবস’ এবং ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে জানান শফিকুল আলম।
এর আগে গত ২৫ জুন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ এবং ১৬ জুলাইকে ‘শহীদ আবু সাঈদ দিবস’ হিসেবে ঘোষণা করে দুটি আলাদা পরিপত্র জারি করা হয়েছিল। দিবসদুটি যথাযথ মর্যাদায় পালনের নির্দেশও দেওয়া হয়েছিল।
তবে ৮ আগস্টকে জাতীয় দিবস হিসেবে পালনের ঘোষণা সামাজিক যোগাযোগমাধ্যম, রাজনৈতিক মহল ও বুদ্ধিজীবীদের মাঝে ব্যাপক বিতর্কের জন্ম দেয়। সেই প্রেক্ষাপটেই সরকার বিতর্কিত সিদ্ধান্তটি প্রত্যাহার করল।