৭ ভাই-ভাতিজার হামলায় ব্যবসায়ী খুন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার ৭ জন বিডি সময় নিউজ ২৪ বিডি সময় নিউজ ২৪ প্রকাশিত: ১১:৩০ পূর্বাহ্ণ, জুলাই ৯, ২০২৫ ৭ ভাই-ভাতিজার হামলায় ব্যবসায়ী খুন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার ৭ জন নিউজ ডেস্ক : রাজশাহীর গোদাগাড়ীতে পূর্ব শত্রুতার জেরে এক ডেকোরেটর ব্যবসায়ীকে লোহার হাতুড়ি ও রড দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। হত্যার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই র্যাব-৫ এর একটি দল দিনাজপুর থেকে এজহারভুক্ত ৭ আসামিকে গ্রেফতার করেছে। র্যাব জানায়, নিহত মনিরুল ইসলাম (৪৭) গোদাগাড়ীর আইহাই এলাকার বাসিন্দা ও স্থানীয় একজন ডেকোরেটর ব্যবসায়ী। রোববার (৬ জুলাই) বিকেলে জমিজমা সংক্রান্ত কাজ শেষে বাড়ি ফেরার পথে রাত ৯টার দিকে সাগরা মোড়ে পৌঁছালে একদল লোক তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা হলেন—আশরাফুল ইসলাম (৬০), মফিজুল ইসলাম (৫০), সাদ্দাম হোসেন (৩৭), আকবর আলী (২৮), বাবর আলী (১৯), হানিফ (২৯) ও রমজান আলী (২০)। এদের সবাই একই পরিবারের সদস্য এবং স্থানীয় দেলশাদপুর শিয়ালমারা ও নারায়নপুর এলাকার বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, মনিরুলকে প্রথমে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। পরে বাঁশের লাঠি, লোহার রড ও হাতুড়ি দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে বেধড়ক মারধর করা হয়। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। চিকিৎসাধীন অবস্থায় সেদিন রাতেই তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে গোদাগাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পরপরই র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বাড়ায়। পরে মঙ্গলবার (৮ জুলাই) দিবাগত রাতে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার হায়াতপুর পূর্বপাড়া থেকে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। র্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর আসিফ আল রাজেক জানান, “হত্যার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে প্রযুক্তি ও গোয়েন্দা তথ্য ব্যবহার করে আমরা দিনাজপুরে অভিযান পরিচালনা করি এবং ৭ জন আসামিকে গ্রেফতার করি। আসামিদের গোদাগাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলছে।” এ হত্যাকাণ্ডকে ঘিরে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। SHARES অপরাধ বিষয়: