৭১’র মুক্তিযোদ্ধাদের মতোই ২৪’র বীর শহিদদেরও জাতি ভুলবে না: তারেক রহমান বিডি সময় নিউজ ২৪ বিডি সময় নিউজ ২৪ প্রকাশিত: ১:০৭ পূর্বাহ্ণ, জুলাই ২, ২০২৫ ৭১’র মুক্তিযোদ্ধাদের মতোই ২৪’র বীর শহিদদেরও জাতি ভুলবে না: তারেক রহমান নিউজ ডেস্ক: বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসের গণঅভ্যুত্থান এক অবিস্মরণীয় অধ্যায় হয়ে থাকবে—উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, “যেভাবে জাতি ১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধাদের ভুলে যায়নি, তেমনি ২০২৪ সালের আন্দোলনের শহিদদেরও জাতি কখনো ভুলবে না।” মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ৩৬ দিনব্যাপী ‘গণঅভ্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। তারেক রহমান আরও বলেন, “৫ আগস্ট ফ্যাসিস্ট শাসনের পতনের পর আমরা আরেকটি বিজয় অর্জন করেছি। এই বিজয়ে যারা প্রাণ দিয়েছেন, তারা শুধুই শহিদ নন, তারাই জাতির প্রকৃত গৌরব।” তিনি জানান, শহিদদের স্মরণে ভবিষ্যতে বিভিন্ন স্থাপনা তাদের নামে নামকরণ করার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, “দেড় দশকের লড়াই-সংগ্রামে গুম, খুন, অপহরণ, নির্যাতনের শিকার হয়েছেন হাজারো মানুষ। শুধু ২০২৪ সালের আন্দোলনেই শহিদ হয়েছেন প্রায় দেড় হাজার, যার মধ্যে বিএনপির রয়েছে ৪২২ জন। আহত হয়েছেন ৩০ হাজারের বেশি।” তারেক রহমান আশ্বাস দেন, বিএনপি ক্ষমতায় এলে জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করে একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করা হবে এবং রাষ্ট্রকাঠামো পুনর্গঠনে ‘৩১ দফা রূপরেখা’ বাস্তবায়ন করা হবে। তিনি আরও বলেন, “জাতীয় সরকার গঠনের মাধ্যমে আমরা জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে চাই। এই লক্ষ্যে রাজনৈতিক দুর্নীতি ও দুঃশাসন রোধে একটি সর্বস্তরের জাতীয় ঐক্য অপরিহার্য।” অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রধান অতিথির বক্তব্যে আন্দোলনে শহিদদের পরিবার ও অংশগ্রহণকারীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। সভাপতিত্ব করেন বিএনপির জ্যেষ্ঠ নেতা রুহুল কবির রিজভী এবং সঞ্চালনায় ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, মাহমুদুর রহমান মান্না (নাগরিক ঐক্য), মোস্তফা জামাল হায়দার (জাতীয় পার্টি-জাফর), মাওলানা আব্দুল হালিম (জামায়াত), জোনায়েদ সাকি (গণসংহতি), ববি হাজ্জাজ (এনডিএম)সহ ১২ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ। অনুষ্ঠানে শহিদ পরিবারের সদস্য ও আহতদের সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি ‘গণঅভ্যুত্থান ২০২৪’ বিষয়ক একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শিত হয়। সারাদেশ থেকে আগত কয়েক হাজার কর্মী-সমর্থক, সাংবাদিক, পেশাজীবী ও বিশিষ্টজনেরা এ আয়োজনে উপস্থিত ছিলেন। SHARES জাতীয় বিষয়: