৫ কোটি টাকা চাঁদা না পেয়ে পল্লবীতে নির্মাণ প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিতে আহত ১ বিডি সময় নিউজ ২৪ বিডি সময় নিউজ ২৪ প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২৫ ৫ কোটি টাকা চাঁদা না পেয়ে পল্লবীতে নির্মাণ প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিতে আহত ১ নিউজ ডেস্ক : রাজধানীর পল্লবীর আলব্দিরটেক এলাকায় একটি নির্মাণ প্রতিষ্ঠানে ৫ কোটি টাকা চাঁদা না পেয়ে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে আহত হন প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা। গতকাল শুক্রবার বিকেল পাঁচটার দিকে এ কে বিল্ডার্স নামের একটি আবাসন নির্মাণ প্রতিষ্ঠানে ৩০-৪০ জন অস্ত্রধারী হামলা চালায়। প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, তিন সপ্তাহ আগে জামিল নামের এক ব্যক্তি তাদের কাছে পাঁচ কোটি টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীরা একাধিকবার হামলা চালায় এবং সর্বশেষ গুলি চালিয়ে প্রতিষ্ঠানটির কর্মকর্তা শরিফুল ইসলামকে আহত করে। বর্তমানে তিনি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম বলেন, হামলায় চার রাউন্ড গুলি ছোড়া হয়। এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি তবে তদন্ত চলছে এবং হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান কাইউম আলী খান জানান, ২৭ জুন এবং ৪ জুলাই তারিখেও প্রতিষ্ঠানটির ওপর হামলা চালানো হয়। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। প্রসঙ্গত, এর মাত্র দুই দিন আগেই পুরান ঢাকার মিটফোর্ড এলাকায় চাঁদা না দেওয়ায় প্রকাশ্যে এক ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়। একের পর এক চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে রাজধানীতে আতঙ্ক বিরাজ করছে। SHARES অপরাধ বিষয়: