২শত পিস ট্যাপেন্ডল ট্যাবলেটসহ জামাই-শ্বশুর গ্রেফতার বিডি সময় নিউজ ২৪ বিডি সময় নিউজ ২৪ প্রকাশিত: ১১:০৩ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২৫ ২শত পিস ট্যাপেন্ডল ট্যাবলেটসহ জামাই-শ্বশুর গ্রেফতার নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলায় ২০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্ডল ট্যাবলেটসহ জামাই ও শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার গণেশপুর ইউনিয়নের মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মিরপুর এলাকার মৃত আব্দুল কাদের খানের ছেলে ও চিহ্নিত মাদক ব্যবসায়ী আল মামুন বাবু (৪৬) এবং তার জামাই গণেশপুর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে মুক্তার হোসেন (৩০)। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে বাবুর কাছ থেকে ৬০ পিস ও জামাই মুক্তারের কাছ থেকে ১৪০ পিস ট্যাপেন্ডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে মঙ্গলবারই তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মাদকের বিরুদ্ধে এমন অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন অনেকেই। SHARES অপরাধ বিষয়: