১৩ পুলিশ কর্মকর্তা সাময়িক বরখাস্ত, কর্মস্থলে অনুপস্থিতির অভিযোগ

প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ, জুন ২৯, ২০২৫

১৩ পুলিশ কর্মকর্তা সাময়িক বরখাস্ত, কর্মস্থলে অনুপস্থিতির অভিযোগ

নিউজ ডেস্ক:

সরকারি দায়িত্বে গাফিলতির অভিযোগে ১৩ পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত বছরের ৫ আগস্টের পর থেকে কর্মস্থলে অনুপস্থিত থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রোববার (২৯ জুন) জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক ১৩টি প্রজ্ঞাপনে জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী পলায়নের অপরাধে অভিযুক্ত হওয়ায় বিধি ৩(গ) ধারায় এবং সাময়িক বরখাস্তের ক্ষেত্রে বিধি ১২(১) অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বরখাস্তকালীন সময়ের জন্য বরখাস্ত হওয়া কর্মকর্তারা খোরপোষ ভাতা পাবেন।

বরখাস্ত হওয়া কর্মকর্তারা কারা?

সাময়িক বরখাস্ত হওয়া ১৩ জন কর্মকর্তার মধ্যে রয়েছেন:

৩ জন পুলিশ সুপার (এসপি)

৮ জন অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি)

২ জন সহকারী পুলিশ সুপার (এএসপি)

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, বেশ কয়েকজন কর্মকর্তা চিকিৎসা বা ছুটি নিয়ে বিদেশে গিয়ে কর্মস্থলে ফেরেননি, আবার কেউ কেউ বিনা অনুমতিতে দীর্ঘদিন ধরে কোনো ধরনের যোগাযোগ ছাড়াই অনুপস্থিত রয়েছেন।

বিশেষভাবে উল্লেখযোগ্য, নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর হাছান চিকিৎসার উদ্দেশ্যে থাইল্যান্ডে গিয়ে নির্ধারিত ছুটি শেষে সিঙ্গাপুরে অবস্থান করছেন। তাকে দেশে ফেরার জন্য একাধিকবার চিঠি পাঠানো হলেও তিনি সাড়া দেননি।

এছাড়া ডিএমপির সাবেক এডিসি এস এম শামীম, ইফতেখায়রুল ইসলাম, মিশু বিশ্বাস সহ আরও কয়েকজন অতিরিক্ত পুলিশ সুপারও দীর্ঘদিন অনুপস্থিত রয়েছেন। অনেকেই গত বছরের সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে কর্মস্থলে যোগ না দিয়ে বিদেশে অবস্থান করেন।

  1. তদন্ত শেষে হতে পারে কঠোর ব্যবস্থা

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তদন্ত শেষে দোষ প্রমাণিত হলে এই কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয়ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে চূড়ান্তভাবে চাকরিচ্যুতিও করা হতে পারে।

জনস্বার্থে এই আদেশ কার্যকর হয়েছে, বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।