হেরোইনসহ মা-ছেলে আটক, সেনা অভিযানে মাদক ও টাকা উদ্ধার

প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২৫

হেরোইনসহ মা-ছেলে আটক, সেনা অভিযানে মাদক ও টাকা উদ্ধার
নিউজ ডেস্ক :

মেহেরপুর শহরের ওয়াপদাপাড়ায় অভিযান চালিয়ে ১৩০ গ্রাম হেরোইনসহ মা ও ছেলেকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার (৫ জুলাই) সকালে পরিচালিত এ অভিযানে সহায়তা করে সেনাবাহিনীর একটি দল।

আটকরা হলেন, ওয়াপদাপাড়ার শিখা খাতুন (৩৯) এবং তার ছেলে জাহিদ হোসেন (২০)। অভিযানের সময় তাদের পরিবারের আরেক সদস্য, শিখা খাতুনের স্বামী মো. নবি (৪১) আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

অভিযানকালে তাদের ভাড়া বাসা থেকে উদ্ধার করা হয়:

১৩০ গ্রাম হেরোইন (একটি পোটলায় ১০০ গ্রাম, অপরটিতে ৩০ গ্রাম)

হেরোইন মাপার ডিজিটাল নিক্তি

নগদ ৬২,৮৩০ টাকা

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন শহরের ওয়াপদাপাড়ার ওই বাসায় হেরোইন কেনাবেচা চলছে। এরপর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ঘটনাস্থলে অভিযান চালানো হয়।

পরিদর্শক আরও জানান,

> “ঘরের একটি কক্ষ তালাবদ্ধ ছিল। তালা ভেঙে সেখানে তল্লাশি চালিয়ে হেরোইনসহ শিখা খাতুন ও তার ছেলেকে আটক করা হয়। পালিয়ে যাওয়া নবীর বিরুদ্ধে খোঁজ চলছে।”

 

আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে, এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান তিনি। মাদকের সাথে জড়িত অন্যান্যদেরও চিহ্নিত করার চেষ্টা চলছে।

এদিকে, মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামের ক্লাবপাড়ায় আলাদা আরেকটি অভিযানে তুষার আলী (২৮) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মুজিবনগর থানা পুলিশ। অভিযানে তার কাছ থেকে ৬০ বোতল ফেনসিডিল ও নগদ ২,৫০০ টাকা উদ্ধার করা হয়।

মুজিবনগর থানার ওসি মিজানুর রহমান জানান, তুষার আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।