হিরো আলম আত্মহত্যার চেষ্টা: স্ত্রীর সঙ্গে টানাপোড়েন, বগুড়ায় হাসপাতালে ভর্তি বিডি সময় নিউজ ২৪ বিডি সময় নিউজ ২৪ প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ণ, জুন ২৭, ২০২৫ হিরো আলম আত্মহত্যার চেষ্টা: স্ত্রীর সঙ্গে টানাপোড়েন, বগুড়ায় হাসপাতালে ভর্তি বিডি সময় ডেস্ক রিপোর্ট: আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম আত্মহত্যার চেষ্টা করেছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে বগুড়ার ধুনট উপজেলার বন্ধু নাট্যকার জাহিদ হাসান সাগরের বাড়িতে বেড়াতে গিয়ে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। জানা গেছে, পারিবারিক জীবনে বিশেষ করে স্ত্রী রিয়া মনির সঙ্গে সম্পর্কের টানাপোড়েন ও মানসিক হতাশার কারণেই এমন চরম সিদ্ধান্ত নেন হিরো আলম। শুক্রবার (২৭ জুন) দুপুর ১২টার দিকে অচেতন অবস্থায় তাকে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে চিকিৎসকের পরামর্শে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি শঙ্কামুক্ত আছেন বলে নিশ্চিত করেছেন চিকিৎসকরা। হিরো আলমের বন্ধু জাহিদ হাসান সাগর জানান, “দীর্ঘদিনের বন্ধু আলম আমার বাড়িতে বেড়াতে এসেছিলেন। রাতে রিয়া মনিকে নিয়ে বেশ কিছুক্ষণ আলোচনা হয়। সকাল ১১টার দিকে আমি তাকে ঘুম থেকে ডাকতে গেলে সাড়া পাই না। পরে দেখি বিছানার পাশে ঘুমের ওষুধ পড়ে আছে।” স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে যমুনা নদীর তীরবর্তী ভান্ডারবাড়ি গ্রামে বন্ধু জাহিদের বাড়িতে থেকে মানসিকভাবে ভেঙে পড়েন হিরো আলম। স্ত্রী রিয়া মনিকে নিয়ে তীব্র হতাশায় ভুগছিলেন তিনি। এদিকে, খবর পেয়ে স্ত্রী রিয়া মনি বগুড়ায় ছুটে যান এবং হাসপাতালে গিয়ে স্বামীর পাশে দাঁড়ান। পরবর্তীতে তিনি কয়েকটি ছবি ও একটি আবেগঘন ক্যাপশন দিয়ে তা নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেন। তিনি লেখেন, > “সম্পর্ক গড়ে তুলতে যেমন সময় লাগে, সম্পর্ক ভেঙে দিতেও তেমন সময় লাগে। সম্পর্ক গড়ে ওঠে দুজনের মতে, আর ভেঙে যায় তৃতীয় পক্ষের কারণে।” চিকিৎসক ডা. মনিরুজ্জামান জানান, “হিরো আলম ঘুমের ওষুধ গ্রহণ করেছিলেন। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তিনি শঙ্কামুক্ত। তবে শুরুতে তার সঙ্গীরা কিছুটা দ্বিধাগ্রস্ত ছিলেন তাকে স্থানান্তরের বিষয়ে।” হিরো আলমের এই আত্মহত্যার চেষ্টা ঘিরে তার ভক্ত-অনুরাগীদের মাঝে চরম উদ্বেগ দেখা দিয়েছে। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার দ্রুত সুস্থতা কামনা করছেন এবং মানসিক স্বাস্থ্য নিয়ে আরও সচেতনতার দাবি জানিয়েছেন। SHARES নাগরিক সংবাদ বিষয়: