হাসপাতালের ভেতরে তরুণীকে কুপিয়ে খুন, প্রেম প্রত্যাখ্যানেই রক্তাক্ত ট্র্যাজেডি
আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের মধ্যপ্রদেশে সরকারি হাসপাতালে ঢুকে এক তরুণীকে কুপিয়ে হত্যার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় অভিযুক্ত যুবক প্রকাশ্য হাসপাতালে ঢুকে তরুণীর উপর নৃশংসভাবে হামলা চালায় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত তরুণীর নাম সন্ধ্যা চৌধুরী। গত ২৭ জুন সন্ধ্যায় তিনি নরসিংহপুর জেলার একটি সরকারি হাসপাতালে এক বন্ধুর আত্মীয়কে দেখতে গিয়েছিলেন। সেই সময় আগে থেকেই ওঁত পেতে থাকা অভিষেক কোষ্টি নামের এক যুবক ট্রমা কেয়ার ইউনিটে ঢুকে তার উপর হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রথমে সন্ধ্যাকে মারধর করে মেঝেতে ফেলে দেন অভিষেক। এরপর তার বুকের ওপর বসে গলায় একাধিকবার ছুরি চালান তিনি। এতকিছুর পরেও হাসপাতালের নিরাপত্তারক্ষী ও চিকিৎসক-নার্সরা কেউই এগিয়ে আসেননি। পুরো ঘটনাটি ঘটে মাত্র ১০ মিনিটের মধ্যে।
হত্যার পর অভিযুক্ত নিজেও আত্মহত্যার চেষ্টা করে গলায় ছুরি চালাতে যায়, তবে ব্যর্থ হয়। পরে বিনা বাধায় হাসপাতাল এলাকা ত্যাগ করে সে।
পুলিশ জানায়, সন্ধ্যাকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করছিলেন অভিষেক। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যানের পর সে আরও উগ্র হয়ে ওঠে। ঘটনার দিন সন্ধ্যা হাসপাতাল যাওয়ার খবর পেয়ে অভিষেকও সেখানে হাজির হয় এবং ঘটনাটি ঘটায়।
এ হত্যাকাণ্ডের পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সন্ধ্যার স্বজনরা রাস্তা অবরোধ করেন এবং হাসপাতালে বিক্ষোভ করেন। হাসপাতালের রোগীরা আতঙ্কে পড়ে যান এবং অনেকে হাসপাতাল ছেড়ে চলে যান।
এ ঘটনায় সরকারি হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। অভিযুক্ত অভিষেক কোষ্টিকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।