স্বৈরাচার পতনে ১৬ বছর অপেক্ষার পুনরাবৃত্তি যেন না হয়, প্রধান উপদেষ্টা ড. ইউনূস
বিডি সময় ডেস্ক রিপোর্ট:
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশে যেন আর কখনো স্বৈরাচার পতনের জন্য ১৬ বছর অপেক্ষা করতে না হয়, সেই লক্ষ্যেই কাজ করছে বর্তমান সরকার। তিনি বলেন, “জনগণ যখন রাস্তায় নামে, তখন কোনো শক্তিই তাদের থামাতে পারে না। আগামী দিনে কেউ যেন স্বৈরাচার হতে না পারে, সে জন্য জনগণকে প্রস্তুত থাকতে হবে।”
মঙ্গলবার (১ জুলাই) সকাল ১১টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে মাসব্যাপী ‘জুলাই গণঅভ্যুত্থান’ স্মরণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। বাংলাদেশ টেলিভিশনে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়।
ড. ইউনূস আরও বলেন, “আমরা গণতন্ত্রের পথে হাঁটছি। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন ক্ষমতা দখল করে স্বৈরতন্ত্র চাপিয়ে দিতে না পারে, সেই পরিবেশ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”
তিনি জনগণকে আহ্বান জানিয়ে বলেন, “জনগণ সচেতন থাকলে আর কোনো স্বৈরাচার টিকে থাকতে পারবে না। আমাদের কাজ ভবিষ্যৎ প্রজন্মকে একটি গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র উপহার দেওয়া।”
উল্লেখ্য, ১৯৯০ সালের ৬ ডিসেম্বর স্বৈরশাসক এরশাদের পদত্যাগের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়। সেই ঘটনার প্রেক্ষাপটেই প্রতিবছর জুলাই মাসে গণঅভ্যুত্থানের স্মরণে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়ে থাকে।