সৌদিতে যে কোনো সময় ৫০ প্রবাসীর শিরশ্ছেদ: মানবাধিকার সংস্থাগুলোর আশঙ্কা বিডি সময় নিউজ ২৪ বিডি সময় নিউজ ২৪ প্রকাশিত: ১১:৩১ অপরাহ্ণ, জুন ২৮, ২০২৫ সৌদিতে যে কোনো সময় ৫০ প্রবাসীর শিরশ্ছেদ: মানবাধিকার সংস্থাগুলোর আশঙ্কা অনলাইন ডেস্ক: সৌদি আরবে বন্দি থাকা অন্তত ৫০ জন আফ্রিকান নাগরিকের যে কোনো সময় শিরশ্ছেদের আশঙ্কা করছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। মাদক সংক্রান্ত অভিযোগে দণ্ডিত এসব বন্দির বেশিরভাগই ইথিওপিয়া ও সোমালিয়ার নাগরিক। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই (Middle East Eye)-কে দেওয়া তথ্য অনুযায়ী, নাজরান কারাগারে আটক এসব প্রবাসীদের ইতোমধ্যে ‘বিদায় বলার জন্য’ প্রস্তুত থাকতে বলা হয়েছে। পরিবারের সদস্যদেরও তাদের শেষ দেখা করার জন্য সতর্ক করা হয়েছে বলে জানানো হয়েছে। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, শুধু ২০২৫ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সময়েই সৌদি আরবে মাদক সংশ্লিষ্ট মামলায় অন্তত ৫২ জনকে শিরশ্ছেদ করা হয়েছে। অথচ ২০২১ সালে দেশটিতে এ ধরনের অপরাধে মৃত্যুদণ্ড কার্যকরে একটি অনানুষ্ঠানিক স্থগিতাদেশ বলবৎ ছিল। ‘হালকা মাদকেও মৃত্যুদণ্ড’ বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক সময়ে ‘হাশিশ’-এর মতো অপেক্ষাকৃত হালকা মাদক বহনের অভিযোগেও মৃত্যুদণ্ড কার্যকর হচ্ছে, যা পূর্বে বিরল ছিল। এমইইর প্রাপ্ত তালিকায় ৪৩ জন ইথিওপিয়ান ও ১৩ জন সোমালিয় নাগরিকের নাম রয়েছে। ইথিওপিয়ার ওরোমিয়া অঞ্চলের চেলেঙ্কো শহরের বাসিন্দা খালিদ মোহাম্মদ ইব্রাহিমের পরিবারের দাবি, তিনি নির্দোষ। ২০১৬ সালে দেশটির সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার কারণে তাকে দেশ ছাড়তে হয়েছিল। ২০১৮ সালে সৌদিতে প্রবেশ করার পরপরই তাকে আটক করা হয় এবং ২০১৯ সালে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আইনজীবী ও অনুবাদ ছাড়া স্বীকারোক্তি ইউরোপিয়ান সৌদি অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটসের গবেষক দুআ ধাইনি জানান, “অনেক বন্দির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। তারা আরবি অনুবাদ না বুঝেই স্বীকারোক্তিতে সই করেছেন। এমনকি অনেকের কাছ থেকে জোর করে স্বীকারোক্তিও আদায় করা হয়েছে।” কূটনৈতিক প্রচেষ্টা ও আন্তর্জাতিক উদ্বেগ সোমালিয়া সরকার ইতোমধ্যে সৌদি সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে মৃত্যুদণ্ড স্থগিত করতে। তবে ইথিওপিয়ার দূতাবাসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্ট পরিবার ও মানবাধিকার কর্মীরা। জাতিসংঘ এই মাসের শুরুতে উদ্বেগ জানিয়ে জানিয়েছে, সৌদির তাবুক কারাগারে থাকা ২৬ জন মিশরীয় নাগরিকও শিগগিরই মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে পারেন। এই ঘটনায় বিশ্বের ৩০টিরও বেশি মানবাধিকার সংস্থা সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে খোলা চিঠি দিয়ে এই দণ্ড বাতিলের দাবি জানিয়েছে। সৌদির ভাবমূর্তি ও বাস্তবতা সৌদি সরকার ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে আন্তর্জাতিক মঞ্চে দেশের ভাবমূর্তি উন্নয়নের চেষ্টা করছে। কিন্তু মানবাধিকার লঙ্ঘন, মৃত্যুদণ্ডের উচ্চহার ও বিচারব্যবস্থার স্বচ্ছতা নিয়ে দেশটি ক্রমেই আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়ছে। ২০২৪ সালেই সৌদি আরবে ৩০০ জনেরও বেশি মানুষকে শিরশ্ছেদ করা হয়, যা বিশ্বে সর্বোচ্চ। SHARES অপরাধ বিষয়: