সেপটিক ট্যাংকে নেমে ৪ তরুণের মর্মান্তিক মৃত্যু
নিউজ ডেস্ক :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হরিণছড়া চা বাগানে সেপটিক ট্যাংকে পড়ে চার তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বিষাক্ত গ্যাসের কারণে窒息 হয়ে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা চিকিৎসকদের। এ ঘটনায় একজন গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (৯ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে শ্রীমঙ্গল থানার ওসি আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
নিহতরা হলেন—রানা নায়ক (১৭), শ্রাবণ নায়েক (১৯), কৃষ্ণ রবিদাস (২০) ও নিপেন ফুলমালি (২৭)। তারা সবাই হরিণছড়া চা বাগানের শ্রমিক পরিবারের সন্তান।
আহত যুবকের নাম রবি বুনার্জী (২০)। প্রাথমিক চিকিৎসার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসকরা জানান, রাতে যে চারজনকে হাসপাতালে আনা হয়েছিল, তারা আগেই মারা গিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতদের পরিবারের সদস্যরা জানান, তারা একটি বন্ধ সেপটিক ট্যাংকের ঢাকনা খুলে কাজ করতে গিয়েছিলেন। একে একে কয়েকজন নিচে নামলে আর উপরে উঠতে পারেনি।
পুলিশ জানিয়েছে, মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
স্থানীয়রা বলছেন, যথাযথ সুরক্ষা ব্যবস্থা ও প্রশিক্ষণ ছাড়াই এ ধরনের ঝুঁকিপূর্ণ কাজে নামানো অমানবিক। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।