সাপের ছোবলে মাদ্রাসাছাত্রীর মৃত্যু, মহম্মদপুরে শোকের ছায়া
বিডি সময় ডেস্ক রিপোর্ট :
মাগুরার মহম্মদপুর উপজেলার দাতিয়াদহ গ্রামে সাপে কেটে লামিমা জাকিয়া (১৩) নামে এক মাদ্রাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত লামিমা বাবুখালী আদর্শ দাখিল মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্রী এবং দাতিয়াদহ গ্রামের বাসিন্দা মামুন শেখের মেয়ে।
স্থানীয়রা জানান, রবিবার (৬ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে লামিমা ঘরে অবস্থানকালে একটি বিষাক্ত সাপ তাকে দংশন করে। তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা তাকে ভ্যানে করে মাগুরা সদর হাসপাতালে নেওয়ার পথে রাত ১২টা ৩০ মিনিটে খালিয়া এলাকায় পৌঁছেই তার মৃত্যু হয়।
হঠাৎ এই অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের মাতম। একইসঙ্গে এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে গভীর শোক ও বিষাদের ছায়া।
স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, এমন মর্মান্তিক ঘটনায় এলাকাবাসী গভীরভাবে শোকাহত এবং তারা সাপদংশনের চিকিৎসার বিষয়ে আরও সচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন।