সাত শিক্ষকের ৫ পরীক্ষার্থী, তবুও ৪ জন ফেল বিডি সময় নিউজ ২৪ বিডি সময় নিউজ ২৪ প্রকাশিত: ৯:৩৯ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২৫ সাত শিক্ষকের ৫ পরীক্ষার্থী, তবুও ৪ জন ফেল নিউজ ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার একটি বিদ্যালয়ে চরম শিক্ষা বিপর্যয় দেখা দিয়েছে। জেলার আলাতুলি উচ্চ বিদ্যালয়ে সাতজন শিক্ষক কর্মরত থাকলেও চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নেয় মাত্র ৫ জন শিক্ষার্থী—তারমধ্যে পাস করেছে মাত্র একজন। বাকি ৪ জনই ফেল করেছে, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। বিদ্যালয় সূত্রে জানা গেছে, রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে আলাতুলি উচ্চ বিদ্যালয় থেকে এ বছর ৭ জন শিক্ষার্থী পরীক্ষার জন্য নিবন্ধন করেছিল। কিন্তু পরীক্ষায় অংশ নেয় ৫ জন—যাদের সবাই মানবিক বিভাগের শিক্ষার্থী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নওশাদুজ্জামান জানান, “বিদ্যালয়টি খুবই প্রত্যন্ত এলাকায়। এখানকার পরিবারগুলো দরিদ্র এবং অধিকাংশ শিক্ষার্থী পরিবারের আয়ের কাজে যুক্ত থাকে। ফলে শ্রেণিকক্ষে উপস্থিতি কম থাকে, যার প্রভাব ফলাফলে স্পষ্ট।” তিনি আরো জানান, “বিদ্যালয়ে ইংরেজি বিষয়ের দীর্ঘদিন ধরে কোনো শিক্ষক নেই। ছেলেরা স্কুলে আসতে চায় না, আর মেয়েদের বাল্যবিয়ের প্রবণতা রয়েছে। সবমিলিয়ে ফলাফল খারাপ হয়েছে, তবে আগামীতে এই বিষয়ে আমরা আরও মনোযোগী হবো।” এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আক্তার বলেন, “ফলাফল খারাপ করা বিদ্যালয়গুলোর পাঠদান ও উপস্থিতি নিয়মিত মনিটর করা হবে। ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহায়তায় বিকল্প শিক্ষার উদ্যোগ নেওয়া হবে।” উল্লেখ্য, এবারের এসএসসি পরীক্ষায় রাজশাহী বোর্ডে চাঁপাইনবাবগঞ্জ জেলার পাসের হার ৮১.৪৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৮২৪ জন। জেলার সামগ্রিক সাফল্য উজ্জ্বল হলেও কিছু বিদ্যালয়ের দুর্বল ফলাফল ভাবিয়ে তুলেছে প্রশাসন ও অভিভাবকদের। SHARES শিক্ষাঙ্গন বিষয়: