সরকারি কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের নিয়ম বাতিল বিডি সময় নিউজ ২৪ বিডি সময় নিউজ ২৪ প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২৫ সরকারি কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের নিয়ম বাতিল রাশেদ রাসু : সরকারি কর্মকর্তাদের ‘স্যার’ বা ‘ম্যাডাম’ বলে সম্বোধনের বাধ্যতামূলক প্রথা বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার (১০ জুলাই) উপদেষ্টা পরিষদের এক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। পরে এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়, শেখ হাসিনার শাসনামলে দীর্ঘ ১৬ বছর ধরে চালু থাকা এই ‘স্যার’ সংস্কৃতি সরকারি দপ্তরে একধরনের শ্রেণিবিভক্তি ও ভীতি সৃষ্টির পরিবেশ তৈরি করেছিল। উচ্চপদস্থ নারী কর্মকর্তাদের ক্ষেত্রেও ‘স্যার’ সম্বোধনের নির্দেশনা ছিল, যা বিস্তর সমালোচনার জন্ম দেয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, “প্রজাতন্ত্রের কর্মচারীরা জনগণের সেবক। তাদের সম্মান প্রদর্শন করতে হবে, কিন্তু অযথা ভীতিকর বা ঔপনিবেশিক ধাঁচের ভাষা ব্যবহার করার প্রয়োজন নেই।” এই সিদ্ধান্তের ফলে এখন থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নাম ও পদবি অনুযায়ী সম্বোধন করতে বলা হয়েছে। নাগরিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ও গণতান্ত্রিক আচরণের পরিবেশ তৈরিতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়। এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন নাগরিক অধিকার সংগঠন ও বিশিষ্টজনেরা। অনেকে বলছেন, এটি একটি সময়োপযোগী পদক্ষেপ, যা প্রশাসনের ভেতর গণতান্ত্রিক চর্চা এবং জবাবদিহিতা বাড়াবে। SHARES আইন আদালত বিষয়: