সমুদ্রে গোসলে নেমে চবি’র ৩ ছাত্র নিখোঁজ, ১ জনের মরদেহ উদ্ধার
বিডি সময় ডিজিটাল ডেস্ক:
কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী স্রোতের টানে তলিয়ে যান। মঙ্গলবার (৮ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। তাদের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় জেলেরা। বাকি দুইজন এখনো নিখোঁজ রয়েছেন।
নিখোঁজ শিক্ষার্থীরা হলেন—অরিত্র হাসান, আসিফ আহমেদ ও কে এম সাদমান রহমান সাবাব। তারা তিনজনই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ছাত্র এবং শহীদ ফরহাদ হোসেন হলের আবাসিক শিক্ষার্থী।
জানা গেছে, ওই বিভাগের চারজন বন্ধু মিলে ব্যক্তিগত উদ্যোগে কক্সবাজার ভ্রমণে যান। সকালে হিমছড়ি সৈকতে গোসলে নামলে তিনজন ছাত্র স্রোতের টানে ডুবে যায়। পরে স্থানীয় জেলেরা অভিযান চালিয়ে একজনের মরদেহ উদ্ধার করেন। তবে বাকিদের সন্ধানে এখনও অভিযান অব্যাহত রয়েছে।
নিহত এবং নিখোঁজদের মধ্যে অরিত্র ও আসিফের বাড়ি বগুড়ায় এবং সাবাবের বাড়ি ঢাকার মিরপুরে বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর জানান, “তারা নিজেদের উদ্যোগে কক্সবাজার গিয়েছিল। সকালে সমুদ্রে গোসলে নামলে এই দুর্ঘটনা ঘটে। একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে, বাকিদের সন্ধানে অভিযান চলছে।”
ঘটনার পর কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ, স্থানীয় প্রশাসন, কোস্ট গার্ড এবং জেলেরা যৌথভাবে উদ্ধার তৎপরতা শুরু করে। সন্ধ্যা ৬টা পর্যন্ত নিখোঁজ দুই শিক্ষার্থীর খোঁজ মেলেনি।
এই মর্মান্তিক ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবারসহ সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে।