সব শিক্ষাপ্রতিষ্ঠানে ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা’ পালনের নির্দেশ বিডি সময় নিউজ ২৪ বিডি সময় নিউজ ২৪ প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২৫ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা’ পালনের নির্দেশ নিউজ ডেস্ক | জুলাই মাসের গণঅভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫ উদ্যাপন উপলক্ষে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠান আয়োজনের নির্দেশ দিয়েছে সরকার। এ লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে জরুরি নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) মাউশির সহকারী পরিচালক মো. খালিদ হোসেন স্বাক্ষরিত এ চিঠিটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের কাছে পাঠানো হয়। চিঠিতে বলা হয়, “জুলাই গণঅভ্যুত্থান দিবসসমূহ যথাযথ মর্যাদায় পালনের জন্য প্রধান উপদেষ্টার নেতৃত্বে একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর এবং শিক্ষাপ্রতিষ্ঠানসমূহকে প্রযোজ্য অংশ পালনের নির্দেশনা দেওয়া হলো।” এর অংশ হিসেবে ৭ জুলাই অনুষ্ঠিত বাস্তবায়ন কমিটির সভার কার্যবিবরণীও চিঠির সঙ্গে সংযুক্ত করে পাঠানো হয়েছে। উল্লেখ্য, জুলাই মাসে বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ গণআন্দোলনের নানা স্মৃতিবহ দিন রয়েছে। এসব দিনের তাৎপর্য শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে এবং ইতিহাসচেতনা গড়ে তুলতে সরকার এ ধরনের আয়োজনের উদ্যোগ নিয়েছে। SHARES শিক্ষাঙ্গন বিষয়: