‘সব ছাত্রী বিবাহিত’— দুই স্কুলে এসএসসি পাস করেনি কেউ

প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২৫

‘সব ছাত্রী বিবাহিত’— দুই স্কুলে এসএসসি পাস করেনি কেউ

রাশেদ রাসু :

পিরোজপুর জেলার দুটি মাধ্যমিক বিদ্যালয়ের কেউই এবারের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। ‘সব ছাত্রী বিবাহিত’ হওয়াকে ব্যর্থতার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন স্কুল কর্তৃপক্ষ।

বিদ্যালয় দুটি হলো—পিরোজপুর সদর উপজেলার জুজখোলা সম্মিলিত মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং ভান্ডারিয়া উপজেলার মধ্য চড়াইল মাধ্যমিক বিদ্যালয়। বরিশাল বোর্ডের অধীন এ বছর পিরোজপুরের এই দুই স্কুল বরিশাল বিভাগের সেই ১৬টি প্রতিষ্ঠানের তালিকায় জায়গা করে নিয়েছে, যেখান থেকে কেউই পাস করতে পারেনি।

জানা গেছে, জুজখোলা বিদ্যালয় থেকে ১২ জন এবং মধ্য চড়াইল বিদ্যালয় থেকে ৭ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করলেও এসএসসি পরীক্ষায় অংশ নেয় মাত্র ১০ জন। দুর্ভাগ্যজনকভাবে কেউই পাস করতে পারেনি।

ধান শিক্ষক উত্তম হালদার বলেন,

> “আমাদের স্কুল থেকে এ বছর ৫ জন পরীক্ষায় অংশ নিয়েছে। সবাই ফেল করেছে। মূলত সব ছাত্রী বিবাহিত হওয়ায় তারা ঠিকমতো ক্লাসে আসেনি, পড়ালেখাও করতে পারেনি।”

এ নিয়ে স্থানীয়দের ক্ষোভও স্পষ্ট। নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন,

> “বিদ্যালয়ের এ ফলাফল আমাদের এলাকার জন্য লজ্জাজনক। শিক্ষকেরা নিয়মিত ক্লাস নেন কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেখা উচিত।”

এমপিওভুক্ত হওয়া সত্ত্বেও শিক্ষক ও প্রশাসনের অবহেলায় এমন ফলাফল হয়েছে বলে অভিযোগ করছেন স্থানীয়রা।

ভান্ডারিয়া উপজেলার মধ্য চড়াইল বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন বলেন,

> “ছাত্রীরা নিয়মিত ক্লাসে আসে না, বাসায়ও ঠিকমতো পড়ে না। তাই উত্তীর্ণ হতে পারেনি।”

এ বিষয়ে জানতে চাইলে জেলা শিক্ষা কর্মকর্তা মো. ইদ্রিস আলী আযিযী বলেন,

> “এই বিষয়ে আমরা এখনো কোনো তথ্য হাতে পাইনি। বিস্তারিত বোর্ডে খোঁজ নিয়ে জানানো হবে।”

শিক্ষার্থীদের বাল্যবিবাহ ও শিক্ষকের অবহেলা—এই দুইয়ের জোড়া প্রভাবে এলাকার শিক্ষা ব্যবস্থার এমন করুণ চিত্র