সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ নিহত ৪
নিউজ ডেস্ক :
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিন সদস্যসহ চারজন নিহত হয়েছেন। শুক্রবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার বড়চালা এলাকায় মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন– বগুড়ার ধুনট উপজেলার ঈশ্বরঘাট এলাকার ছবেদ আলীর ছেলে মো. জাহিদুল ইসলাম (৩৭), তার স্ত্রী নাসরিন আক্তার (৩২) ও তাদের ১০ বছরের ছেলে আবু হুরাইরা। এছাড়া নিহত অপর ব্যক্তি হলেন গাজীপুরের মাওনা কেউরা এলাকার শফিকুল ইসলাম (৫৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাওনা থেকে পাঁচ যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা কালিয়াকৈরের দিকে যাচ্ছিল। পথে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বড়চালা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান জাহিদুল ইসলাম ও তার ছেলে। গুরুতর আহত অবস্থায় জাহিদের স্ত্রী ও শফিকুল ইসলামকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) বজলুর রহমান জানান, “সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।”
স্থানীয়রা জানান, মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কটি দিয়ে প্রায়ই ভারী যানবাহনের চলাচল বেশি থাকে, ফলে দুর্ঘটনার ঝুঁকিও থাকে সবসময়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।