সংসদ নির্বাচনে প্রতীক বাড়ল, বাদ পড়ল ‘শাপলা’ ও ‘দোয়েল’ বিডি সময় নিউজ ২৪ বিডি সময় নিউজ ২৪ প্রকাশিত: ১:৪৫ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২৫ সংসদ নির্বাচনে প্রতীক বাড়ল, বাদ পড়ল ‘শাপলা’ ও ‘দোয়েল’ নিউজ ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রতীক বাড়িয়ে ১১৫টি করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর ফলে ২০০৮ সালের পরে আবারও সংসদ নির্বাচনের প্রতীক তালিকা বাড়ানো হলো। তবে আলোচিত ‘শাপলা’ ও ‘দোয়েল’ প্রতীককে এবার বাদ দেওয়া হয়েছে। ইসি সূত্রে জানা গেছে, বর্তমানে নির্বাচন পরিচালনা বিধিমালায় ৬৯টি প্রতীক রয়েছে। এর মধ্যে নিবন্ধিত রাজনৈতিক দলের জন্য ৫০টি এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য ১৯টি প্রতীক রয়েছে। দল নিবন্ধনের জন্য ইতোমধ্যে ১৪৭টি নতুন রাজনৈতিক দল আবেদন করেছে। সম্ভাব্য দলসংখ্যা বৃদ্ধির বিষয়টি মাথায় রেখে প্রতীক সংখ্যা বাড়ানো হয়েছে। নির্বাচন কমিশনার মো. আব্দুর রহমান বলেন, “নির্বাচনী প্রতীক তালিকায় নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী শাপলা রাখা হচ্ছে না।” তবে বেগুন, লাউ, মোড়া—এমন অনেক প্রতীকই তালিকায় রাখা হয়েছে। তালিকায় নতুন ও পুরাতন মিলিয়ে ১১৫টি প্রতীক তফসিলভুক্ত প্রতীকগুলোর মধ্যে রয়েছে— ফলমূল ও উদ্ভিদ: আপেল, আনারস, আম, কলা, কলার ছড়ি, কাঁঠাল, ডাব, তরমুজ, বেগুন, লিচু, লাউ জীবজন্তু ও পাখি: ঈগল, উটপাখি, কবুতর, কুমির, গাভী, ঘোড়া, চিংড়ি, বক, বাঘ, ময়ূর, মাছ, মোরগ, হাঁস, হাতি, হরিণ যানবাহন: গরুর গাড়ি, ট্রাক, টেলিভিশন, রিকশা, মটরগাড়ি, রকেট, হেলিকপ্টার ঘরোয়া সামগ্রী ও যন্ত্রপাতি: আলমিরা, কাঁচি, কলম, কেটলি, কম্পিউটার, কাপ-পিরিচ, কোদাল, চশমা, টেবিল, টেবিল ঘড়ি, টেলিফোন, ফ্রিজ, বালতি, বৈদ্যুতিক পাখা, মোমবাতি, মোবাইল ফোন, সোফা, সেলাই মেশিন, হারিকেন প্রতীকী বা ঐতিহ্যবাহী বস্তু: একতারা, উদীয়মান সূর্য, দোয়াত-কলম, ধানের শীষ, নৌকা, প্রজাপতি, ফুলের মালা, সোনালী আঁশ, শঙ্খ, লাঙ্গল, মাথাল, মিনার, সিংহ, হাত (পাঞ্জা), হাতুড়ি ইত্যাদি। প্রতীক তালিকা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে শাপলা প্রতীকটি বাদ পড়াকে ঘিরে প্রশ্ন উঠছে রাজনৈতিক নিরপেক্ষতা ও প্রতীক বাছাইয়ের প্রক্রিয়া নিয়ে। ইসির ভাষ্য অনুযায়ী, ভবিষ্যতের নির্বাচনে প্রতীক সংকট এড়াতে সময়োচিতভাবে এ তালিকা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। SHARES জাতীয় বিষয়: