শেখ হাসিনা কাউকে মানুষ মনে করতেন না: কাদের সিদ্দিকী
নিজস্ব প্রতিবেদক |
বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, “শেখ হাসিনা কাউকে মানুষ মনে করতেন না, সম্মান করতেন না। তাই তাকেও আজ এই পরিণতি ভোগ করতে হচ্ছে।” তিনি আরও বলেন, “আমরা যদি একে অপরকে সম্মান না করি, মূল্যায়ন না করি, তাহলে সবার একই পরিণতি হবে।”
শনিবার (২৮ জুন) বিকেলে টাঙ্গাইলের সোনার বাংলা কমিউনিটি সেন্টারে কাদেরিয়া বাহিনীর প্রয়াত প্রশাসক আবু মোহাম্মদ এনায়েত করিমের স্মরণসভায় এসব কথা বলেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।
তিনি বলেন, “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমান কখনো কাউকে অসম্মান করেননি। অথচ আমরা এখন তাদেরকেও অসম্মান করে কথা বলি। মানুষকে তার প্রাপ্য সম্মান দেওয়া উচিত।”
টাঙ্গাইলের প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন, “টাঙ্গাইলবাসী আজও মানুষকে মূল্যায়ন করতে শেখেনি। আমরা মাওলানা ভাসানী, শামছুল হক, শেরেবাংলা এ কে ফজলুল হক, আবদুল মান্নান, শাজাহান সিরাজের মতো কীর্তিমানদের ভুলে গেছি। আজ টাঙ্গাইলে লতিফ সিদ্দিকী ও কাদের সিদ্দিকী ছাড়া আর পরিচয়ের কেউ থাকছে না।”
স্মরণসভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহন। এতে আরও উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা আলমগীর খান মেনু, আবুল কালাম আজাদ, ফজলুল হকসহ অন্যান্য মুক্তিযোদ্ধা ও নেতৃবৃন্দ।