শেখ হাসিনাসহ ১০০ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ বিডি সময় নিউজ ২৪ বিডি সময় নিউজ ২৪ প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২৫ শেখ হাসিনাসহ ১০০ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ নিজস্ব প্রতিবেদক: পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৬০ কাঠা সরকারি জমি বরাদ্দে দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনসহ মোট ১০০ জনকে আদালতে হাজির হতে নির্দেশ দিয়ে গেজেট প্রকাশ করা হয়েছে। গত ৩ জুলাই ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এই নির্দেশ দেন এবং তা বিজি প্রেসে প্রকাশিত হয়। গেজেটে বলা হয়, আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে এবং তারা আত্মগোপনে থাকায় আদালত বিশ্বাস করে তাদের গ্রেফতার সম্ভব নয়। সেহেতু ১৯৫৮ সালের ‘ক্রিমিনাল ল’ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট’-এর ৬(১৩) ধারা অনুযায়ী তাদের পরবর্তী শুনানির তারিখে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। অন্যথায় অনুপস্থিতিতেই বিচারকাজ চলবে। অভিযোগের বিবরণ দুদক সূত্রে জানা যায়, ২০২৫ সালের জানুয়ারিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তিন কর্মকর্তা—উপ-পরিচালক সালাহউদ্দিন, সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া ও এস এম রাশেদুল হাসান—সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০০ জনের বিরুদ্ধে ছয়টি পৃথক মামলা দায়ের করেন। উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন: শেখ হাসিনা শেখ রেহানা সজীব ওয়াজেদ জয় রাদওয়ান মুজিব সিদ্দিক টিউলিপ সিদ্দিক পুতুল আজমিনা সিদ্দিক তদন্ত শেষে ১০ মার্চ দাখিলকৃত চার্জশিটে বিভিন্ন মামলায় আসামিদের সংখ্যা ১২ থেকে ১৮ জনে উন্নীত হয়। এসব মামলায় মোট ৮১ জন সাক্ষী রাখা হয়েছে। পরবর্তী শুনানির তারিখ ২০ জুলাই ২০২৫ ধার্য করা হয়েছে। এর মধ্যেই যদি আসামিরা আদালতে উপস্থিত না হন, তবে তাদের অনুপস্থিতিতেই বিচার কার্যক্রম শুরু হবে বলে নিশ্চিত করেছে দুদকের প্রসিকিউশন টিম। SHARES অপরাধ বিষয়: