“শেখ হাসিনাকে রক্ষা করতে পারবে না ভারত”: প্রেসসচিব শফিকুল আলমের কড়া হুঁশিয়ারি

প্রকাশিত: ১১:৪১ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২৫

“শেখ হাসিনাকে রক্ষা করতে পারবে না ভারত”: প্রেসসচিব শফিকুল আলমের কড়া হুঁশিয়ারি

✍ নিউজ ডেস্ক:

ভারতের প্রতি বিবেক ও নৈতিক স্বচ্ছতা নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। তিনি বলেছেন, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত একজন ব্যক্তিকে রক্ষা করার সুযোগ আর ভারতের নেই।

বুধবার (৯ জুলাই) এক বিবৃতিতে তিনি বলেন, “দীর্ঘদিন ধরে বাংলাদেশ সরকার শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য যে আইনগত অনুরোধ করে আসছে, তা মেনে নিতে ভারত অস্বীকৃতি জানিয়ে এসেছে। এখন এই অবস্থান আর গ্রহণযোগ্য নয়।”

তিনি হুঁশিয়ার করে বলেন, “আঞ্চলিক বন্ধুত্ব, কৌশলগত সম্পর্ক কিংবা রাজনৈতিক উত্তরাধিকার—কোনোটিই বেসামরিক নাগরিকদের পরিকল্পিত হত্যাকাণ্ডের অজুহাত হতে পারে না।”

নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে প্রেসসচিব উল্লেখ করেন, সম্প্রতি বিবিসির ইনভেস্টিগেশন ইউনিট ‘বিবিসি আই’ এক অনুসন্ধানী প্রতিবেদনে শেখ হাসিনার বিরুদ্ধে ২০২৪ সালের ছাত্র বিক্ষোভ দমন অভিযানে সরাসরি সম্পৃক্ততার প্রমাণ প্রকাশ করেছে। প্রকাশিত ভিডিও ও অডিও প্রমাণকে তিনি ‘চূড়ান্ত সত্য’ হিসেবে অভিহিত করেন।

শফিকুল আলম বলেন, “যখন বিবিসির মতো একটি আন্তর্জাতিক ও ফরেনসিক দক্ষতায় পারদর্শী প্রতিষ্ঠান স্বাধীনভাবে তদন্ত করে এই অভিযোগগুলো তুলে ধরে, তখন তা বিশ্ববাসীর কাছে আর অবহেলার বিষয় থাকে না।”

তিনি দাবি করেন, “ফাঁস হওয়া অডিও রেকর্ডিং, যা বিশ্বমানের অডিও ফরেনসিক বিশেষজ্ঞরা যাচাই করেছেন, তা প্রমাণ করে এ সহিংসতা ছিল পূর্বপরিকল্পিত এবং সরকার অনুমোদিত হত্যাকাণ্ড।”

প্রেসসচিবের মতে, “এখন আর প্রমাণ কোনো গল্পনির্ভর বা পক্ষপাতদুষ্ট নয়। এটি বৈজ্ঞানিকভাবে যাচাইযোগ্য, ফরেনসিক এবং অস্বীকার করার সুযোগ নেই।”

শেষে তিনি বলেন, “বাংলাদেশের মানুষ ন্যায়বিচার চায়। ভুক্তভোগীরা বিচারিক সমাপ্তি প্রত্যাশা করে। আর বিশ্বকে এখন দেখাতে হবে—কোনো শাসকই আইনের ঊর্ধ্বে নন।”