শিক্ষকের অনৈতিক প্রস্তাবের বিচার না পেয়ে গায়ে আগুন দিলেন ছাত্রী, বিডি সময় নিউজ ২৪ বিডি সময় নিউজ ২৪ প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২৫ শিক্ষকের অনৈতিক প্রস্তাবের বিচার না পেয়ে গায়ে আগুন দিলেন ছাত্রী, আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ওড়িশার বালাসোরে শিক্ষকের যৌন হয়রানির বিচার না পেয়ে নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক ছাত্রী। ঘটনায় তার শরীরের ৯৫ শতাংশ এবং তাকে বাঁচাতে গিয়ে এক সহপাঠীর শরীরের ৭০ শতাংশ পুড়ে গেছে। শনিবার (১২ জুলাই) ফকির মোহন কলেজে এই মর্মান্তিক ঘটনা ঘটে। ভুক্তভোগী ছাত্রী B.Ed প্রোগ্রামের শিক্ষার্থী ছিলেন। তিনি কলেজের বিভাগীয় প্রধান সমীর কুমার সাহুর বিরুদ্ধে একাধিকবার অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ এনে ১ জুলাই অভ্যন্তরীণ অভিযোগ কমিটির কাছে লিখিত অভিযোগ জমা দেন। ছাত্রীর অভিযোগ, শিক্ষক সমীর কুমার সাহু তার প্রস্তাব প্রত্যাখ্যান করায় তাকে ক্যারিয়ার নষ্ট করার হুমকি দেন। অভিযোগের পর কলেজ কর্তৃপক্ষ সাত দিনের মধ্যে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। এতে ক্ষুব্ধ হয়ে শনিবার কলেজের বাইরে বিক্ষোভে অংশ নেন ওই ছাত্রীসহ অন্যান্য শিক্ষার্থীরা। হঠাৎ করে ছাত্রীটি বিক্ষোভ ছেড়ে দৌঁড়ে অধ্যক্ষের অফিসের কাছে গিয়ে নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। একটি ভিডিওতে দেখা যায়, আগুনে জ্বলন্ত অবস্থায় ছাত্রীটি কলেজের করিডোরে দৌঁড়াচ্ছেন। তাকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে এক ছাত্রও দগ্ধ হন। পরে শিক্ষার্থীরা আগুন নেভানোর চেষ্টা করে এবং উভয়কে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তারা ভুবনেশ্বরের এইমস হাসপাতালে চিকিৎসাধীন। ওড়িশার উচ্চশিক্ষা মন্ত্রী সূর্যবংশী সুরজ জানান, অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার এবং অধ্যক্ষসহ তাকে বরখাস্ত করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বালাসোরের পুলিশ সুপার রাজ প্রসাদ বলেন, “এই ঘটনার তদন্তে একাধিক দল কাজ করছে। দোষী প্রমাণিত হলেই জবাবদিহিতার আওতায় আনা হবে।” SHARES অপরাধ বিষয়: