শাপলা প্রতীক বাতিল হলে ‘ধানের শীষও বাতিল করতে হবে সারজিস আলমের প্রতিবাদ বিডি সময় নিউজ ২৪ বিডি সময় নিউজ ২৪ প্রকাশিত: ১২:৪০ পূর্বাহ্ণ, জুলাই ১০, ২০২৫ শাপলা প্রতীক বাতিল হলে ‘ধানের শীষও বাতিল করতে হবে সারজিস আলমের প্রতিবাদ নিউজ ডেস্ক : জাতীয় প্রতীক হিসেবে পরিচিত শাপলাকে রাজনৈতিক প্রতীক হিসেবে অনুমোদন না দেওয়ার সিদ্ধান্তের কড়া প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেছেন, “শাপলা যদি রাজনৈতিক প্রতীক হতে না পারে, তাহলে ধানের শীষ, পাটপাতা ও তারকার মতো জাতীয় প্রতীকের অংশগুলোকেও প্রতীক হিসেবে বাতিল করতে হবে।” বুধবার (৯ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে সারজিস আলম এই মন্তব্য করেন। তিনি বলেন, “শাপলা জাতীয় প্রতীক নয়, বরং জাতীয় প্রতীকের একটি অংশ। একইভাবে ধানের শীষ বা পাটপাতাও জাতীয় প্রতীকের অংশ। তাহলে একটির অনুমোদন থাকলে অপরটিরও থাকা উচিত।” তিনি আরও বলেন, “জাতীয় ফল কাঁঠালও তো ইতোমধ্যে রাজনৈতিক প্রতীক হিসেবে ব্যবহৃত হচ্ছে। তাহলে শাপলার প্রতীক হতে আইনগত বাধা কোথায়? যদি প্রতীকের ভয়ে কেউ আতঙ্কিত হন, তাহলে তা স্পষ্টভাবে জানানো উচিত।” এর আগে নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে জানানো হয়, ‘শাপলা’ প্রতীক কোনো রাজনৈতিক দলকে বরাদ্দ দেওয়া হবে না। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, “শাপলাকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। তাই নীতিগতভাবে সিদ্ধান্ত হয়েছে, এটি নতুন প্রস্তাবিত প্রতীক তালিকা থেকে বাদ দেওয়া হবে।” তিনি জানান, “নির্বাচনি প্রতীক তালিকা থেকে শাপলাকে বাদ দেওয়া হয়েছে। এটি সিডিউলভুক্ত হবে না, আমরা এ বিষয়ে নীতিগতভাবে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি।” প্রসঙ্গত, নির্বাচন কমিশনের প্রতীক তালিকায় যুক্ত হতে চেয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘শাপলা’ প্রতীক বরাদ্দ চেয়ে আবেদন করেছিল। কিন্তু তা ঘিরে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে বিতর্ক দেখা দেওয়ায় কমিশন ওই প্রতীক বরাদ্দ না দেওয়ার সিদ্ধান্ত নেয়। SHARES রাজনীতি বিষয়: