শহীদ আবু সাঈদকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট: রাজমিস্ত্রী গ্রেপ্তার

প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ণ, জুন ২৮, ২০২৫

শহীদ আবু সাঈদকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট: রাজমিস্ত্রী গ্রেপ্তার

নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় শহীদ আবু সাঈদকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ পোস্ট দেওয়ার অভিযোগে সুমন আহম্মেদ (১৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি কেন্দুয়ার সান্দিকোনা ইউনিয়নের সান্দিকোনা গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন রাজমিস্ত্রী।

পুলিশ জানায়, গত শুক্রবার (২৭ জুন) বিকেলে সুমন তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে শহীদ আবু সাঈদের ছবি সংযুক্ত করে একটি পোস্ট দেন। সেখানে ব্যবহৃত শব্দগুলোর মধ্যে একটি ছিল অশালীন ও অপমানজনক। বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়।

এ ঘটনায় কেন্দুয়া থানার এসআই রেজাউল করিম বাদী হয়ে সাইবার সুরক্ষা আইনে একটি মামলা দায়ের করেন। শুক্রবার সন্ধ্যায় পুলিশ অভিযান চালিয়ে সুমনকে নিজ বাড়ি থেকে আটক করে।

জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন স্বীকার করেছেন যে, তিনি স্বপ্রণোদিত হয়ে এই পোস্ট দিয়েছেন।

এদিকে, ঘটনার প্রতিবাদে শুক্রবার রাত ১১টার দিকে আহত জুলাই-আগস্টের যোদ্ধা সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। তারা দ্রুততম সময়ে সুমনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টের মাধ্যমে জনমনে ক্ষোভের সৃষ্টি হওয়ায় আমরা সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করেছি। আসামিকে আজ (২৮ জুন) দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।”