শব্দ আর গন্ধেই সীমাবদ্ধ স্প্রে, কার্যকর মশক নিধন চায় লোহাগড়াবাসী বিডি সময় নিউজ ২৪ বিডি সময় নিউজ ২৪ প্রকাশিত: ১:২৮ পূর্বাহ্ণ, জুলাই ১৬, ২০২৫ শব্দ আর গন্ধেই সীমাবদ্ধ স্প্রে, কার্যকর মশক নিধন চায় লোহাগড়াবাসী রাশেদ রাসু, লোহাগড়া থেকে : নড়াইলের লোহাগড়া উপজেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। কয়েক সপ্তাহ ধরে টানা বৃষ্টিতে বিভিন্ন এলাকায় পানি জমে থাকার কারণে মশার উপদ্রব বেড়েছে বহুগুণে। এতে জনমনে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। বিশেষ করে লোহাগড়া পৌর এলাকার বেশ কয়েকটি ওয়ার্ডে ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হচ্ছে নিয়মিত। স্থানীয় হাসপাতাল সূত্রে জানা গেছে, গত দুই সপ্তাহে অন্তত কয়েক ডজন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন, অনেকে এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন। স্থানীয় বাসিন্দারা বলছেন, পৌরসভার পক্ষ থেকে মাঝে মাঝে লোক দেখানো মশা নিধনের স্প্রে ছিটানো হয়, কিন্তু তা কার্যকর নয়। তারা আরও জানান, “যে স্প্রে দেওয়া হচ্ছে, সেটা শুধু শব্দ আর গন্ধ ছড়াচ্ছে, মশা কিন্তু ঠিকই রয়ে যাচ্ছে। বরং দিন দিন তা আরও ভয়াবহ রূপ নিচ্ছে।” এই অবস্থায় পৌর কর্তৃপক্ষের কাছে দ্রুত কার্যকরী ও প্রমাণিত কীটনাশক দিয়ে মশা নিধনের দাবি তুলেছেন এলাকাবাসী। তারা বলেন, শুধু ভাউচারের হিসাব নয়, চাই মাঠপর্যায়ে দৃশ্যমান কাজ। পাশাপাশি এলাকার জলাবদ্ধতা নিরসন, ড্রেন পরিষ্কার, কিউলেক্স ও এডিস মশার প্রজননস্থল ধ্বংসে নিয়মিত অভিযান চালানোর দাবি জানান তারা। লোহাগড়া সরকারি হাসপাতালের এক চিকিৎসক জানান, “মশা নিয়ন্ত্রণে না আনতে পারলে ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হতে পারে। সচেতনতা যেমন জরুরি, তেমনি স্থানীয় প্রশাসনের বাস্তবমুখী পদক্ষেপ এখন সবচেয়ে বেশি প্রয়োজন।” পৌরবাসীর বক্তব্য, “আমরা বাঁচতে চাই, একটা কার্যকর ব্যবস্থা নেওয়া হোক, আর যেন কোনো প্রাণ না হারায় ডেঙ্গুতে।” SHARES জরুরী সেবা বিষয়: