লোহাগড়ায় দুর্ধর্ষ ডাকাত গ্রেফতার: ডাকাতি করে নেওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার বিডি সময় নিউজ ২৪ বিডি সময় নিউজ ২৪ প্রকাশিত: ১০:৫৬ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২৫ লোহাগড়ায় দুর্ধর্ষ ডাকাত তুষার গ্রেফতার: ডাকাতি করে নেওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার রাশেদ রাসু, লোহাগড়া থেকে: নড়াইলের লোহাগড়ায় আন্তঃজেলা ডাকাত দলের অন্যতম শীর্ষ সর্দার তুষার শেখ (৩৯)–কে ঢাকার বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ ও র্যাব-৪ এর যৌথ বাহিনী। রবিবার (৬ জুলাই) রাতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শরিফুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতারকৃত তুষার শেখ, লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের নোয়াগ্রামের বাসিন্দা এবং ওয়াদুদ শেখের ছেলে। ওসি মোঃ শরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৫ জুলাই রাত আনুমানিক ২টার দিকে ঢাকার বিমানবন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে তুষার শেখকে গ্রেফতার করা হয়। তুষার শেখ আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য এবং শীর্ষস্থানীয় সর্দার হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে লোহাগড়া থানায় ৭টি চুরি ও ডাকাতির মামলা রয়েছে। শুধু তাই নয়, দেশের বিভিন্ন জেলায় তার বিরুদ্ধে একাধিক ডাকাতি ও অস্ত্র আইনে মামলার রেকর্ডও রয়েছে। জিজ্ঞাসাবাদে তুষার শেখ স্বীকার করেছে যে, নড়াইলের লোহাগড়া বাজারের ‘রূপ নিকেতন জুয়েলার্স’-এর প্রোপ্রাইটর বিশ্বজিৎ রায় ভোলার কাছে সে একটি চোরাই স্বর্ণের বালা বিক্রি করেছে। এছাড়াও ঢাকার গাজীপুরসহ বিভিন্ন স্থানে স্বর্ণের চেইন, বালা, আংটি, মোবাইলসহ বহু মূল্যবান সামগ্রী ডাকাতি করে বিক্রি করেছে। পুলিশ জানায়, তুষারের কাছ থেকে উদ্ধারকৃত তথ্যের ভিত্তিতে তার অন্যান্য সহযোগীদেরও চিহ্নিত করা হচ্ছে এবং অভিযান অব্যাহত রয়েছে। ওসি শরিফুল ইসলাম আরও জানান, “আটককৃত তুষার শেখকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে। আন্তঃজেলা ডাকাত চক্রের বিরুদ্ধে এ অভিযানকে একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।” SHARES অপরাধ বিষয়: