লোহাগড়ায় সেই দুই বিএনপি নেতার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ
রাশেদ রাসু, লোহাগড়া থেকে :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) লোহাগড়া উপজেলা শাখার দলীয় প্যাড ব্যবহার করে আওয়ামী লীগ ও যুবলীগ নেতাদের পক্ষে প্রত্যয়নপত্র দেওয়ার অভিযোগে দলটির স্থানীয় দুই নেতার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে।
১৩ জুলাই ২০২৫, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী, লোহাগড়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক মুন্সী খায়রুজ্জামান (আলম মুন্সী) ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুরুল ইসলাম (রঞ্জু বিশ্বাস) যথাক্রমে যুবলীগ নেতা ও সাবেক পৌর কমিশনার মোঃ আনিচুর রহমান এবং লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ৮নং দিঘলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ বোরহান উদ্দিন–এর পক্ষে প্রত্যয়নপত্র ইস্যু করেন।
বিএনপির উপজেলা শাখা থেকে জানানো হয়েছে, দলীয় অনুমোদন ছাড়া ভিন্ন রাজনৈতিক দলের নেতাদের পক্ষে প্রত্যয়নপত্র প্রদান বিএনপির গঠনতন্ত্র ও নীতিমালার পরিপন্থী। বিষয়টি দলীয় শৃঙ্খলা ভঙ্গের শামিল হওয়ায়, সংশ্লিষ্ট দুই নেতাকে তিন (০৩) কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে লোহাগড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান (সেলিম) ও সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটু স্বাক্ষরিত পৃথক নোটিশে তাদেরকে সতর্ক করে দলীয় পদক্ষেপ নেওয়ার ইঙ্গিতও দেওয়া হয়েছে।
এই ঘটনার পর এলাকায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। অনেকে বলছেন, এই ধরনের কর্মকাণ্ড দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করে এবং মাঠপর্যায়ে বিভ্রান্তি সৃষ্টি করে।