লোহাগড়ায় সিভিল পোশাকধারী (ডিবি) প্রশাসনের হাতে মোটরসাইকেল চালক মারধরের শিকার বিডি সময় নিউজ ২৪ বিডি সময় নিউজ ২৪ প্রকাশিত: ১২:৫৮ পূর্বাহ্ণ, জুলাই ৪, ২০২৫ লোহাগড়ায় সিভিল পোশাকধারী (ডিবি) প্রশাসনের হাতে মোটরসাইকেল চালক মারধরের শিকার বিডি সময় ডেস্ক রিপোর্ট: নড়াইলের লোহাগড়া উপজেলায় সিভিল পোশাকধারী (ডিবি) এর একটি দলের হাতে বেদম মারধরের শিকার হয়েছেন এক ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক। ভুক্তভোগীর দাবি, মারধরকারীদের হাতে ওয়্যারলেস সেট ও অস্ত্র ছিল, যা দেখে তিনি বুঝতে পারেন তারা কোনো প্রকার প্রশাসনের সদস্য। মোটরসাইকেল চালক মো. আব্দুর জব্বার লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের ভাটগাতি গ্রামের বাসিন্দা। তিনি একজন বাউল শিল্পীও। ভুক্তভোগী জানান, বৃহস্পতিবার (৩ জুলাই) বিকাল ৩টার দিকে তিনি লক্ষীপাশা থেকে এক যাত্রী নিয়ে নড়াইলের হাওইখালী ব্রিজ এলাকায় যান। যাত্রীটি নেমে ৫ মিনিট অপেক্ষা করতে বলেন। কিছুক্ষণ পর জব্বার যখন হাওইখালী ব্রিজের পূর্ব পাশে পৌঁছান, তখন ৪-৫ জন ব্যক্তি তাকে থামার সংকেত দেন। তিনি থামলে যাত্রীটি হঠাৎ দৌড়ে পালিয়ে যায়। এরপর যাত্রীর পেছনে কয়েকজন দৌড়ায় এবং অপর একটি দল জব্বারকে বেধড়ক মারধর করে। হামলাকারীরা তার পকেটে থাকা প্রায় ১৪-১৫ শত টাকা ছিনিয়ে নেয় এবং তার মোবাইল নম্বর রেখে দেয়। পরে তাকে ছেড়ে দেওয়া হয়। আব্দুর জব্বার বলেন, “ওরা সিভিল ড্রেসে ছিল। কিন্তু তাদের কাছে ওয়্যারলেস ও পিস্তল ছিল। আমি ভীষণ ভয়ে ছিলাম। আমি তো জানিই না সেই যাত্রী কী অপরাধ করেছে। আমি তো শুধু যাত্রী নিয়েছি ভাড়ায়। এই কারণে কি এমন মার খেতে হবে?” তিনি আরও বলেন, “আমি নড়াইল জেলার এসপি স্যারের কাছে জোর দাবি জানাই, পুরো ঘটনাটি তদন্ত করে সঠিক বিচার যেন পাই।” এ বিষয়ে নড়াইল ডিবি পুলিশের স্পষ্ট কোন বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সাধারণ মোটরসাইকেল চালকরা নিরাপত্তা ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। SHARES অপরাধ বিষয়: