লোহাগড়ায় সিগারেট মজুদের অভিযোগ, বাড়ছে দাম! ভোক্তাদের ভোগান্তি চরমে

প্রকাশিত: ১১:৪১ পূর্বাহ্ণ, জুন ২৯, ২০২৫

লোহাগড়ায় সিগারেট মজুদের অভিযোগ, বাড়ছে দাম! ভোক্তাদের ভোগান্তি চরমে

 

প্রতিনিধি পিকুল আলম :

 

নড়াইলের লোহাগড়া বাজারে কিছু অসাধু ব্যবসায়ীর সিগারেট মজুদের অভিযোগ উঠেছে। বাজারে কৃত্রিম সংকট তৈরি করে বাড়ানো হচ্ছে দাম, ফলে সাধারণ ধূমপায়ীদের মধ্যে চরম ক্ষোভ ও ভোগান্তি দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, যে সিগারেট মাত্র ১০-১৫ দিন আগেও পিস প্রতি ৬-৭ টাকায় বিক্রি হচ্ছিল, তা এখন ১০-১২ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। অন্যদিকে ৬০ টাকার প্যাকেট এখন ৮০-৯০ টাকা, ১৯০ টাকার প্যাকে এখন ২৪০-২৬০ টাকায় বিক্রি হচ্ছে, কোনো কোনো দোকানে নির্দিষ্ট ব্র্যান্ডের সিগারেট একেবারেই মিলছে না।

এক খুচরা বিক্রেতা বলেন, “আমরা বড় দোকান থেকে আগের দামে পাই না। পাইকাররা মজুদ করে রেখেছে, আবার কিনতে গেলে প্যাকেটপ্রতি ৮-১০ টাকা বেশি নিচ্ছে। বাধ্য হয়ে আমরা পিসপ্রতি ১-২ টাকা বেশি নিচ্ছি। এতে আমাদেরও সমস্যা হচ্ছে, আবার ক্রেতারাও ক্ষুব্ধ।”

ভুক্তভোগী এক ধূমপায়ী বলেন, “সিগারেট অনেকের জন্য অভ্যাসের অংশ, হঠাৎ দামের এই উল্লম্ফন আমাদের দৈনন্দিন খরচ বাড়িয়ে দিচ্ছে। এটা ভোক্তা হিসেবে আমাদের জন্য দুর্ভোগ।”

এ বিষয়ে লক্ষী পাশা বাজারের পাইকারি ব্যবসায়ী শরিফুল ইসলাম বলেন, “কোম্পানি আমাদের চাহিদামতো সরবরাহ দিচ্ছে না। তবে আমরা বেশি দামে বিক্রি করছি না।” তবে মজুদ রাখার অভিযোগ তিনি অস্বীকার করেন।

তবে অনুসন্ধানে জানা গেছে, কিছু পাইকারি ব্যবসায়ী নিজের বাসায় পর্যন্ত সিগারেট মজুদ করে রেখেছেন। এর ফলে বাজারে সংকট সৃষ্টি হয়ে দাম বেড়েছে বলে অভিযোগ ক্রেতাদের।

লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, “আমরা বিষয়টি নজরে রেখেছি, শুধু সিগারেট নয় যেকোনো নিত্য প্রয়োজনীয় দ্রব্য কৃত্রিম সংকট ও মূল্যবৃদ্ধির পেছনে যদি মজুদের প্রমাণ পাওয়া যায়, তাহলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

ভোক্তারা দ্রুত প্রশাসনের কার্যকর পদক্ষেপ আশা করছেন, যাতে বাজারে সিগারেটের সরবরাহ স্বাভাবিক হয় এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া যায়।