লোহাগড়ায় ‘শয়তানের নিঃশ্বাসে’ হারালেন ৫০ হাজার টাকা ও স্মার্টফোন

প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২৫

লোহাগড়ায় ‘শয়তানের নিঃশ্বাসে’ হারালেন ৫০ হাজার টাকা ও স্মার্টফোন

রাশেদ রাসু :

নড়াইলের লোহাগড়ায় রহস্যজনকভাবে এক তরুণীর গুরুত্বপূর্ণ ব্যাগ খোয়া গেছে। ব্যাগে ছিল নগদ ৫০ হাজার টাকা, দামি স্মার্টফোন এবং জরুরি কাগজপত্র। ভুক্তভোগী ঘটনাটিকে ‘শয়তানের নিঃশ্বাসের খপ্পর’ বলে বর্ণনা করেছেন।

ভুক্তভোগী তিসা খানম (২৪) কাশিপুর ইউনিয়নের ইশানগাতী গ্রামের বাসিন্দা। তার পিতা মো. তরিকুল ইসলাম এবং মাতা মোসা. সাথী বেগম।

জানা গেছে, গত সোমবার (১৪ জুলাই) বিকেল ৪টা ৫৪ মিনিটে তিসা খানম ব্র্যাক অফিস থেকে লক্ষীপাশা বাজারে যাওয়ার পথে হেঁটে যাচ্ছিলেন। ওই সময় তার সঙ্গে থাকা ব্যাগটি অজান্তেই পড়ে যায় বা হারিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

ব্যাগটির ভেতরে ছিল রিয়েলমি ১০ প্রো ৫জি মডেলের একটি মোবাইল ফোন, যার মধ্যে সংযুক্ত ছিল দুটি মোবাইল নম্বর—০১৭৩৪০৬৯৬১০ ও ০১৯২৯৩৩৬৭৬৬। এছাড়া ছিল নগদ ৫০ হাজার টাকা ও কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র। ফোনটির আইএমইআই নম্বর—৮৬৫৪৯৩০৬৬৫৫৮১৫৫ এবং ৮৬৫৪৯৩০৬৮৫৫৮১৪৮।

ঘটনার পর সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও কোনো কুলকিনারা হয়নি। পরে তিনি লোহাগড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) ও লিখিত অভিযোগ দায়ের করেন। জিডি নম্বর হিসেবে থানার পক্ষ থেকে VL7XBB ট্র্যাকিং নম্বর প্রদান করা হয়েছে।

তিসা খানম আশঙ্কা করছেন, তার ফোন বা কাগজপত্র ব্যবহার করে কেউ অপব্যবহার করতে পারে। এ কারণে আইনগত পদক্ষেপ গ্রহণে তিনি আগেভাগেই সতর্ক হয়েছেন।

এ বিষয়ে কেউ ব্যাগ বা ফোনের সন্ধান পেলে দ্রুত নিকটস্থ থানায় অথবা সংশ্লিষ্ট নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।