লোহাগড়ায় ধানের শীষের পক্ষে গণসংযোগ ও ধর্মীয় প্রতিষ্ঠান পরিদর্শনে অবসরপ্রাপ্ত মেজর আলহাজ্ব কাজী মঞ্জুরুল ইসলাম (প্রিন্স)
রাশেদ রাসু, লোহাগড়া থেকে:
নড়াইলের লোহাগড়া উপজেলায় দিনব্যাপী ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ ও বিভিন্ন ধর্মীয়-শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেছেন বিএনপি নেতা ও কেন্দ্রীয় জিয়া সাইবার ফোর্সের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য অবসরপ্রাপ্ত মেজর কাজী মঞ্জুরুল ইসলাম (প্রিন্স)। একইসঙ্গে তিনি মানবিক সহায়তামূলক কার্যক্রমও পরিচালনা করেন, যা এলাকায় প্রশংসিত হয়েছে।
শুক্রবার (২৭ জুন) বিকেলে তিনি জয়পুর ইউনিয়নের চাচই মোহাম্মাদীয়া নুরানীয়া হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোডিং, চাচই বাইতুল্লাহ মামুর জামে মসজিদ এবং লোহাগড়া পৌরসভার পার ছতড়া গ্রীন বাড ইসলামি কিল্ডার গার্ডেন মাদ্রাসা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, পরিচালনা কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে নিজ উদ্যোগে সিলিং ফ্যান, ফ্লোর ম্যাটসহ আর্থিক সহায়তা প্রদান করেন। ভবিষ্যতে আরও সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি সকলের কাছে দোয়া কামনা করেন।
এ সময় তিনি একজন ক্যান্সার আক্রান্ত রোগীর চিকিৎসার দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন এবং তার পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস প্রদান করেন। এছাড়াও তিনি উপজেলা ছাত্রদলের নেতা ইব্রাহিমের পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন, যা রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে দিনব্যাপী তিনি লোহাগড়ার বিভিন্ন এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ করেন। রথের মেলাসহ জনবহুল এলাকাগুলোতে তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে সমর্থন জানাতে আহ্বান জানান।
এসময় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য এস. এম. মাসুদ রানা ছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সারাদিনের এ সফরে মেজর (অব.) কাজী মঞ্জুরুল ইসলাম (প্রিন্স) শুধুমাত্র একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং সামাজিক ও মানবিক ভূমিকা পালনেরও চেষ্টা করেছেন বলে স্থানীয়দের অভিমত।