লোহাগড়ায় দুই গ্রুপের বিরোধ: রান্নাঘরে অগ্নিকাণ্ড ও ধান লুটের অভিযোগ, তদন্তে পুলিশ

প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, জুলাই ২, ২০২৫

লোহাগড়ায় দুই গ্রুপের বিরোধ: রান্নাঘরে অগ্নিকাণ্ড ও ধান লুটের অভিযোগ, তদন্তে পুলিশ

রাশেদ রাসু, লোহাগড়া থেকে:

নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা গ্রামে দুই ইউপি সদস্যের গ্রুপের মধ্যে দীর্ঘদিনের বিরোধের জেরে ফের উত্তেজনা সৃষ্টি হয়েছে। বুধবার (২ জুলাই) গভীর রাতে একটি বাড়িতে অগ্নিকাণ্ড এবং ধান লুটের অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকাটিতে ইউপি সদস্য শেখ পলাশ আলী ও ইউপি সদস্য সাহাদুল ইসলাম সমর্থকদের মধ্যে রাজনৈতিক ও সামাজিক প্রভাব বিস্তার নিয়ে উত্তেজনা বিরাজ করছে। এরই ধারাবাহিকতায় বুধবার রাত আনুমানিক ২টার দিকে সাহাদুল সমর্থক মো. বাবু মাস্টারের বাড়ির একটি রান্নাঘরে অগ্নিসংযোগ ও ধানের বস্তা লুটের ঘটনা ঘটে বলে অভিযোগ করেন তার পরিবার।

বাবু মাস্টারের পরিবারের দাবি, অজ্ঞাত দুর্বৃত্তরা রান্নাঘরে আগুন ধরিয়ে দেয় এবং ঘরে রাখা ২০ মণের বেশি ধান লুট করে নিয়ে যায়। তারা এ ঘটনার পেছনে প্রতিপক্ষ গ্রুপের হাত রয়েছে বলে সন্দেহ প্রকাশ করেন।

তবে এলাকার একাধিক বাসিন্দা ঘটনার ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। তাদের ভাষ্যমতে, বাবু মাস্টারের বাড়িতে আরও বড় ঘর ও মূল্যবান জিনিসপত্র (যেমন সৌরবিদ্যুতের বড় ব্যাটারি, সিলিং ফ্যান) থাকা সত্ত্বেও একটি ছোট রান্নাঘরে আগুন লাগানো এবং কেবল ধান লুটের অভিযোগ অনেকেই বিশ্বাসযোগ্য মনে করছেন না। এ নিয়ে গ্রামে নানা গুঞ্জন ও মতবিরোধ তৈরি হয়েছে।

ঘটনার বিষয়ে জানতে চাইলে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন,

> “আমরা ঘটনাটি সম্পর্কে জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে, প্রকৃত ঘটনা উদ্ঘাটনে কাজ চলছে।”

অন্যদিকে অভিযুক্ত পক্ষের নেতা সাবেক ইউপি সদস্য ও ইতনা ইউনিয়ন বিএনপি সভাপতি শেখ পলাশ বলেন,“ঘটনাটি সম্পূর্ণ সাজানো। আমাদের ফাঁসানোর উদ্দেশ্যে তারা নিজেরাই পরিকল্পিতভাবে অগ্নিকাণ্ড ঘটিয়েছে।”

এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ থানায় দেওয়া হয়নি বলে জানিয়েছে পুলিশ। তবে পরিস্থিতি যাতে উত্তপ্ত না হয়, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে এবং এলাকায় অতিরিক্ত নজরদারি বাড়ানো হয়েছে।

উল্লেখ্য, এর আগেও একই গ্রামে উভয় পক্ষের মধ্যে খুন, লুটপাট ও সহিংসতার একাধিক ঘটনা ঘটেছে, যা গ্রামবাসীর মধ্যে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।