লোহাগড়ায় দুইদিনব্যাপী গণসংযোগ ও বৃক্ষরোপণ কর্মসূচিতে মেজর (অব.) মনজুরুল ইসলাম প্রিন্স

প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২৫
লোহাগড়ায় দুইদিনব্যাপী গণসংযোগ ও বৃক্ষরোপণ কর্মসূচিতে মেজর (অব.) মনজুরুল ইসলাম প্রিন্স
রাশেদ রাসু, লোহাগড়া থেকে:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নড়াইল-২ আসনে দলীয় মনোনয়নপ্রত্যাশী, বিএনপি নেতা, জিয়া সাইভার ফোর্সের উপদেষ্টা সদস্য মেজর (অব.) কাজী মনজুরুল ইসলাম প্রিন্স লোহাগড়া উপজেলার বিভিন্ন স্থানে ব্যাপক গণসংযোগ, সেবামূলক কর্মসূচি ও বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করেছেন।
দুই দিনব্যাপী এই কর্মসূচি শুক্রবার ও শনিবার (১৮ ও ১৯ জুলাই) অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে তিনি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন, মসজিদ-মাদ্রাসায় অনুদান প্রদান, দরিদ্র পরিবারে সহায়তা, বৃক্ষরোপণ, কবর জিয়ারত এবং এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন।
গণসংযোগের অংশ হিসেবে তিনি লোহাগড়া উপজেলার গন্ডব মাদ্রাসা, ইতনা, কাশিপুর, মল্লিকপুরসহ বিভিন্ন স্থানে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং উন্নয়ন ও সেবার প্রতিশ্রুতি দেন। তিনি একজন অসহায় বৃদ্ধাকে ঘর নির্মাণের আশ্বাস দেন এবং মরিস পাশা মসজিদে আর্থিক অনুদান প্রদান করেন।
নবগঙ্গা ডিগ্রি কলেজের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে মেজর প্রিন্স বলেন,
“শিক্ষার্থীদের রাজনীতির জটিলতা থেকে দূরে রাখতে হবে। তারা যেন মনোযোগ দিয়ে লেখাপড়া করে ভবিষ্যতে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী বা প্রশাসনের উচ্চপদে আসীন হয়ে দেশের সেবা করতে পারে।”
পরিবেশ রক্ষায় সচেতনতার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন,
“প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানো উচিত। আমাদের এই ছোট ছোট উদ্যোগই ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়বে।”
এই সময় তিনি একটি এতিম শিশুর আজীবনের লেখাপড়ার দায়িত্ব গ্রহণ করেন। পাশাপাশি, কয়েকটি বাস্তুচ্যুত পরিবারকে ঘর নির্মাণে সহায়তা হিসেবে টিন দেওয়ার প্রতিশ্রুতি দেন। জুলাই মাসে আন্দোলনে আহত বিএনপি নেতাকর্মীদের খোঁজখবর নেওয়া ও আর্থিক সহায়তা প্রদান করেন তিনি।
গণসংযোগের অংশ হিসেবে তিনি প্রয়াত সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা শরিফ খসরুজ্জামানের কবর জিয়ারত করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন নবগঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোশাররফ হোসেন মোল্লা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কলেজ এডহক কমিটির সভাপতি টিপু সুলতান, কলেজের প্রভাষক আব্দুল আলিম, নড়াইল জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এস. এম. মাসুদ রানা প্রমুখ।
মেজর (অব.) কাজী মনজুরুল ইসলাম প্রিন্সের এই ব্যতিক্রমধর্মী গণসংযোগ ও সামাজিক কার্যক্রমে স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া পড়ে। অনেকে তাকে ভবিষ্যৎ সংসদ সদস্য হিসেবে দেখার আগ্রহ প্রকাশ করেন।