লোহাগড়ায় তালাবদ্ধ গ্যারেজ ভেঙে মোটরসাইকেল চুরি, থানায় অভিযোগ

প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২৫

লোহাগড়ায় তালাবদ্ধ গ্যারেজ ভেঙে মোটরসাইকেল চুরি, থানায় অভিযোগ

বিডি সময় ডেস্ক রিপোর্ট :

নড়াইলের লোহাগড়া উপজেলার চরআড়িয়ারা গ্রামে এক বাড়ির তালাবদ্ধ গ্যারেজ ভেঙে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী মো. হেমায়েত হোসেন শনিবার (৫ জুলাই) লোহাগড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে বলা হয়, ৪ জুলাই রাত ১১টার পর থেকে ৫ জুলাই ভোর ৫টার মধ্যে কোনো এক সময় অজ্ঞাত চোরেরা বাড়ির মূল গেট ও গ্যারেজের তালা ভেঙে একটি ২০২১ মডেলের নীল রঙের মোটরসাইকেল (রেজি: ফরিদপুর-ল-১২-১৭৪০) চুরি করে নিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত মোটরসাইকেলের কোনো হদিস মেলেনি।

এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুল ইসলাম জানান,

> “অভিযোগটি প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

এ ঘটনায় এলাকায় চুরির আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা গ্যারেজ ও বাড়ির নিরাপত্তা জোরদার করার পরামর্শ দিচ্ছেন।