লোহাগড়ায় টাকা ও পদ বাণিজ্যের অভিযোগে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের ক্ষোভ

প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৫

লোহাগড়ায় টাকা ও পদ বাণিজ্যের অভিযোগে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের ক্ষোভ

রাশেদ রাসু, লোহাগড়া থেকে :

নড়াইলের লোহাগড়া উপজেলা বিএনপিতে সংগঠনের আদর্শ বিরোধী কর্মকাণ্ড ও পদবাণিজ্যের অভিযোগে তীব্র ক্ষোভে ফুঁসছে তৃণমূল নেতাকর্মীরা। তারা অভিযোগ করেছেন, টাকার বিনিময়ে অন্য দলের নেতাকর্মীদের বিএনপিতে অন্তর্ভুক্ত করে গুরুত্বপূর্ণ পদ দিচ্ছেন লোহাগড়া বিএনপির শীর্ষ নেতারা।

বিগত ১৫ বছর ধরে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নিপীড়নের শিকার হয়ে মাঠে-ময়দানে টিকে থাকা বিএনপির তৃণমূল নেতাকর্মীরা বলেন, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের সুফল পাচ্ছেন না প্রকৃত কর্মীরা। বরং সুবিধাবাদী একটি চক্র দলের ভেতরে ঢুকে নেতৃত্ব দখল করছে।

তাদের দাবি, লোহাগড়া বিএনপির উচ্চপদস্থ নেতারা টাকা নিয়ে আওয়ামী লীগ এবং ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীদের বিএনপিতে পদ দিয়েছেন। বিশেষ করে ওয়ার্কার্স পার্টির লোহাগড়া উপজেলা সাধারণ সম্পাদক জিয়াকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে শ্রমিক দলের পদ দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

বিএনপির তৃণমূল নেতাদের ভাষ্য, “এদের মতো হাইব্রিড ও সুবিধাবাদী নেতারাই আজ বিএনপিকে এই অবস্থায় নামিয়ে এনেছে। দলে আদর্শচ্যুত এসব নেতার কারণে প্রকৃত নেতাকর্মীরা অবমূল্যায়িত।”

তারা আরো জানান, এ সংক্রান্ত বহু অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়ালেও জেলা বিএনপি কিংবা কেন্দ্রীয় নেতারা এখনো কোনো ব্যবস্থা নেয়নি।

ক্ষুব্ধ নেতাকর্মীরা দ্রুত সাংগঠনিক তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। তা না হলে দলের প্রতি সাধারণ কর্মীদের আস্থা আরও দুর্বল হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন তারা।