লোহাগড়ায় জোড়া খুন: জমি নিয়ে সংঘর্ষে বাবা-ছেলে নিহত, আটক ১

প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২৫

লোহাগড়ায় জোড়া খুন: জমি নিয়ে সংঘর্ষে বাবা-ছেলে নিহত, আটক ১

রাশেদ রাসু, লোহাগড়া থেকে :

নড়াইলের লোহাগড়া উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন বাহিরপাড়া গ্রামের মো. জাহাঙ্গীর শেখ (৬০) ও তার ছোট ছেলে নাহিদ শেখ (৩০)। এ ঘটনায় প্রতিপক্ষের একজন আহত হয়েছেন এবং একজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের বাহিরপাড়া বিলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত জাহাঙ্গীর শেখ ও প্রতিপক্ষ কাউসার শেখ ওরফে মান্দার শেখের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। একাধিকবার গ্রাম্য সালিশ হলেও বিরোধ নিষ্পত্তি হয়নি। মামলার রায় জাহাঙ্গীরের পক্ষে গেলেও প্রতিপক্ষ আদালতে পুনরায় আপিল করেন।

বুধবার সকালে বিরোধপূর্ণ জমিতে ছেলে নাহিদ শেখকে নিয়ে কাজ করতে যান জাহাঙ্গীর শেখ। এ সময় প্রতিপক্ষ কাউসার শেখ ও তার লোকজন বাধা দিলে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই নিহত হন জাহাঙ্গীর শেখ।

পথে মৃত্যু ছেলেরও

সংঘর্ষে গুরুতর আহত হন জাহাঙ্গীর শেখের ছেলে নাহিদ শেখ। তাকে প্রথমে নড়াইল সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকাল ৪টার দিকে তার মৃত্যু হয়।

এ ঘটনায় প্রতিপক্ষের আব্দুল কাদের নামে একজনও আহত হয়েছেন, যিনি আশঙ্কাজনক অবস্থায় খুলনায় চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশি অভিযান ও নিরাপত্তা জোরদার

ওসি শরিফুল ইসলাম জানান, ‘‘ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে কবির শেখ (৪৬) নামে একজনকে আটক করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।’’

এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহিংসতার আশঙ্কায় বাহিরপাড়া গ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।