লোহাগড়ায় আওয়ামী লীগ নেতাদের রক্ষায় বিএনপির প্যাডে প্রত্যয়ন পত্র ব্যবহারের অভিযোগ বিডি সময় নিউজ ২৪ বিডি সময় নিউজ ২৪ প্রকাশিত: ১:১৪ পূর্বাহ্ণ, জুলাই ১৪, ২০২৫ লোহাগড়ায় আওয়ামী লীগ নেতাদের রক্ষায় বিএনপির প্যাডে প্রত্যয়ন পত্র ব্যবহারের অভিযোগ রাশেদ রাসু, লোহাগড়া থেকে : নড়াইলের লোহাগড়া উপজেলায় চাঞ্চল্যকর এক অভিযোগ উঠেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাশকতা মামলা ও বিএনপির দায়েরকৃত মামলায় আসামি হওয়া আওয়ামী লীগের দুই নেতাকে রক্ষা করতে বিএনপির দলীয় প্যাড ব্যবহার করে প্রত্যয়ন পত্র দেওয়া হয়েছে বলে জানা গেছে। অভিযোগ উঠেছে, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক এবং দিঘলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ বোরহান উদ্দিন ও সাবেক পৌর কাউন্সিলর আনিসুর রহমানকে রক্ষায় বিএনপির লোহাগড়া উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মনজুরুল হক রঞ্জু বিশ্বাস এবং আহ্বায়ক মুন্সি খায়রুজ্জামান আলম নিজ দলের প্যাডে প্রত্যয়ন পত্র লিখে তাদের আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট নয় বলে উল্লেখ করেন। এই প্রত্যয়ন পত্রে দলীয় প্যাড, সিল এবং স্বাক্ষরসহ জামিন সুপারিশ করা হয়েছে, যা ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে স্পষ্টভাবে দাবি করা হয়েছে, বোরহান উদ্দিন ও আনিসুর রহমান আওয়ামী লীগের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই এবং তারা রাজনৈতিকভাবে নিরপেক্ষ। তবে এ বিষয়ে বিএনপি নেতা রঞ্জু বিশ্বাস ও খায়রুজ্জামান আলম অভিযোগ অস্বীকার করেছেন। তারা সাংবাদিকদের বলেন, “আমাদের দলীয় প্যাড, সিল ও স্বাক্ষর জাল করে কেউ এটি তৈরি করেছে। আমরা এ বিষয়ে কিছুই জানি না। যারা এই জালিয়াতি করেছে, তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব।” এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু বলেন, “এ ধরনের একটি অভিযোগ আমরা শুনেছি। বিষয়টি তদন্ত করে সত্যতা পেলে দলের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড হিসেবে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।” ঘটনাটি নিয়ে লোহাগড়া জুড়ে তোলপাড় শুরু হয়েছে। রাজনৈতিক মহলে এটি একটি অনভিপ্রেত ও বিতর্কিত ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। SHARES অপরাধ বিষয়: