লক্ষ্মীপুরে ছাত্রদল নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল, দলে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ বিডি সময় নিউজ ২৪ বিডি সময় নিউজ ২৪ প্রকাশিত: ১২:২৬ পূর্বাহ্ণ, জুলাই ২, ২০২৫ লক্ষ্মীপুরে ছাত্রদল নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল, দলে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ নিউজ ডেস্ক: লক্ষ্মীপুর জেলা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি হাসিবুর রহমান অভির মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর জেলা ও কেন্দ্রীয় ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ভিডিওতে দেখা যায়, ছাত্রদল নেতা অভি একটি কক্ষে বসে সাবেক এক যুবলীগ নেতার সঙ্গে মাদক সেবন করছেন। পাশে এক নারীর কণ্ঠও শোনা যায়। সেখানে ইয়াবা ও গাঁজা সেবনের দৃশ্য স্পষ্টভাবে ধরা পড়ে। ভিডিওর শেষাংশে তাকে উলঙ্গ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়দের অভিযোগ, বিগত সরকারের সময় যুবলীগ নেতা ও উপজেলা চেয়ারম্যান সালাহউদ্দিন টিপুর সঙ্গে সখ্য গড়ে তুলেছিলেন অভি। সেই সম্পর্ককে কাজে লাগিয়ে তিনি মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ উঠেছে। এছাড়া তার বিরুদ্ধে সাধারণ মানুষকে হয়রানিরও একাধিক অভিযোগ রয়েছে। স্থানীয় ছাত্রদল নেতাদের দাবি, এমন বিতর্কিত ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত কেউ ছাত্রদলের নেতৃত্বে থাকা দলের জন্য ক্ষতিকর। তারা বলেন, “যদি এসব মাদক সংশ্লিষ্ট ব্যক্তি দলে জায়গা পায়, তাহলে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে গঠিত আগামীর নতুন বাংলাদেশ হুমকির মুখে পড়বে।” এ ঘটনায় দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। কেন্দ্রীয় ছাত্রদল ও জেলা কমিটির প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, “শৃঙ্খলাভঙ্গকারী, মাদকসেবী এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ণকারী কাউকে ছাত্রদলে রাখা চলবে না।” এ বিষয়ে জেলা ছাত্রদলের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। SHARES অপরাধ বিষয়: